শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

মহানগর

মাদকের দায়ে ৩৭ পুলিশ চাকরিচ্যুত : ডিআইজি

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৭ জানুয়ারি, ২০২২, ১০:৩৬ এএম

পুলিশ সদর দফতরের ডিআইজি (অপারেশন্স মিডিয়া অ্যান্ড প্লানিং) মো. হায়দার আলী খান বলেছেন, ‘পুলিশ সদস্যদের বিরুদ্ধে মাদকগ্রহণের অভিযোগ ডোপ টেস্টে প্রমাণিত হওয়ায় এখন পর্যন্ত ৩৭ জন চাকরি হারিয়েছেন।

পুলিশ সপ্তাহ ২০২২ উপলক্ষে রাজারবাগ পুলিশ অডিটরিয়ামে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হায়দার আলী খান বলেন, ‘পুলিশের বিরুদ্ধে মাদকের সঙ্গে সংশ্লিষ্টতার কোনো অভিযোগ থাকলে আমরা তদন্ত করি। তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করি। যদি আমলযোগ্য অপরাধ হয়, তাহলে মামলা হয়। এ ছাড়া অপরাধ প্রমাণিত হলে বিভাগীয় ব্যবস্থা চালু থাকে।

কাউকে ছাড় দেয়া হয় না উল্লেখ করে পুলিশের এ কর্মকর্তা বলেন, মাদকের সাথে সংশ্লিষ্টতা থাকায় এখন পর্যন্ত পুলিশের একটা বড় সংখ্যক সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। ডোপ টেস্টে মাদকগ্রহণের প্রমাণ মেলায় এখন পর্যন্ত মোট ৩৭ জন সদস্য চাকরি হারিয়েছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন