শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ইরানের পূর্বাঞ্চলে আইআরজিসি’র নিরাপত্তা মহড়া চলছে

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৭ জানুয়ারি, ২০২২, ৪:২১ পিএম | আপডেট : ৪:৫৪ পিএম, ২৭ জানুয়ারি, ২০২২

ইসলামী প্রজাতন্ত্র ইরানের দক্ষিণ খোরাসান প্রদেশে আইআরজিসি'র নিরাপত্তা মহড়া চলছে। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র পদাতিক ইউনিটের যুদ্ধ প্রস্তুতি যাচাই এবং সক্ষমতা বাড়াতে এই মহড়ার আয়োজন করা হয়েছে। এক সপ্তাহ ধরে মহড়া চলবে।

মহড়া আয়োজনের সঙ্গে সংশ্লিষ্টরা জানিয়েছেন, আইএস বা দায়েশসহ বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর সম্ভাব্য হুমকি মোকাবেলায় বিভিন্ন ইউনিটকে সব সময় প্রস্তুত রাখা হয়। এই প্রস্তুতি আরও জোরদার করা হচ্ছে।

পাঁচশ' বর্গকিলোমিটার এলাকাজুড়ে চলমান এই মহড়ায় আইআরজিসি'র ড্রোন, হেলিকপ্টার ও কামান ইউনিটের পাশাপাশি ইলেকট্রনিক যুদ্ধ সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে।

ইরানে জননিরাপত্তা অত্যন্ত উঁচুমানের। তবে সীমান্ত এলাকাগুলোতে বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীরা কখনো কখনো মাথাচাড়া দিয়ে ওঠে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন