তরুণ কথাসাহিত্যিক ও সাংবাদিক শাহআলম সাজু দীর্ঘ ২০ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। সম্প্রতি প্রকাশিত হয়েছে তার লেখা নতুন উপন্যাস দুর্ধর্ষ সাত গোয়েন্দা। এটি তার ৫১তম বই। দেশের প্রতিষ্ঠিত প্রকাশনা প্রতিষ্ঠান অনন্যা প্রকাশ করেছে বইটি। প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ। এই বইয়ে মোট ৫ টি গোয়েন্দা উপন্যাস রয়েছে। ভিন্ন ভিন্ন স্বাদের ৫ টিউপন্যাস স্থান পেয়েছে এক মলাটে। সাজু বলেন, একটি নতুন বই প্রকাশের আগে আমাকে নির্ঘুম রাত কাটাতে হয়। এক ধরনের ঘোরের মধ্যে থাকি। বইটি প্রকাশিত হওয়ার পর মনে হয় একটি সৃষ্টির জন্ম হলো। প্রতিটি নতুন বই প্রথম প্রকাশিত বইয়ের মতোই আনন্দে ভাসায়। সাজু বলেন, আমার লেখক জীবনে সাত গোয়েন্দা আমার সবচেয়ে বড় পরিসরের বই। পাঠকপ্রিয়তা অর্জনের নিরন্তর চেষ্টা ও লেখালেখি ছাড়া আমার জীবনের আর কোনো স্বপ্ন নেই। উল্লেখ্য, সাজুর প্রথম উপন্যাস বৃষ্টিভেজা ভালোবাসা প্রকাশিত হয় ১৯৯৮ সালের ডিসেম্বরে। তখন তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অনার্স সেকেন্ড ইয়ারের ছাত্র ছিলেন। লেখালেখি ছাড়া দুইদশক ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে জড়িত। ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার-এ সাংবাদিকতা করছেন এগারো বছর ধরে। লেখালেখি, সাংবাদিকতা ছাড়াও সাজু স্বপ্ন দেখেন আলোকিত সখীপুর উপজেলা গড়ার। নিজ এলাকায় গ্রাম পাঠাগার আন্দোলন ও তরুণদের বইমুখী করার জন্য অনেকদিন ধরে কাজ করে যাচ্ছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন