শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

বিচারে গতিশীলতা প্রয়োজন মেধাবী বিচারপতি -অ্যাটর্নি জেনারেল

প্রকাশের সময় : ১ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : আলাদা সচিবালয় হলেই বিচার বিভাগের সব সমস্যা সমাধান হবে বলে মনে করেন না অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তিনি বলেছেন, এ জন্য বরং অভিজ্ঞ, মেধাবী ও যোগ্য বিচারপতি প্রয়োজন। এতে করে বিচার বিভাগের কাজে গতিশীলতা আসবে। গতকাল সোমবার দুপুরে সুপ্রিম কোর্টে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন অ্যাটর্নি জেনারেল।
মাহবুবে আলম বলেন, বর্তমানে নির্বাহী বিভাগ এবং বিচার বিভাগ আলাদাভাবে কাজ করে যাচ্ছে। এতে করে আগের তুলনায় বিচার বিভাগে কাজের গতি ফিরে এসেছে। তবে আলাদা সচিবালয় গঠন করার বিষয়টি সম্পূর্ণ আইন মন্ত্রণালয় ও সুপ্রিম কোর্ট কর্তৃপক্ষের বিষয়। এ বিষয়ে কিছু বলবেন না বলে জানান তিনি। অ্যাটর্নি জেনারেল আরো বলেন, তবে আলাদা সচিবালয় হলেই যে কাজের গতি বাড়বে বা বড় কিছু হয়ে যাবে তা কিন্তু নয়। বরং বিচার বিভাগের কাজের গতিশীলতার জন্য মেধাবী বিচারপতি দরকার। কেননা একজন মেধাবী বিচারপতি দৈনিক ২০টি মামলার শুনানি করতে ও রায় দিতে সক্ষম। অন্যদিকে অযোগ্য ও অদক্ষ বিচারপতি এক মাসেও ২০টি মামলা শেষ করতে পারেন না।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন