শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

দিল্লির রাস্তায় গণধর্ষিতাকে হাঁটানো হলো!

চুল কেটে, মুখে কালি মাখিয়ে উল্লাস

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ জানুয়ারি, ২০২২, ১২:০২ এএম

এক গণধর্ষিতাকে অপহরণ করে, তার চুল কেটে, মুখে কালি মাখিয়ে প্রকাশ্য রাস্তায় হাঁটানোর অভিযোগ উঠল এক দল মহিলার বিরুদ্ধে। শুধু হাঁটানোই নয়, এই ঘটনায় উল্লাস প্রকাশ করতেও দেখা গিয়েছে তাদের! খোদ ভারতের রাজধানী দিল্লির বুকে এমন ঘটনায় শিউরে উঠছেন অনেকেই।

ঘটনাটি দিল্লির কস্তুরবা নগরের। অভিযোগ, বছর কুড়ির তরুণী গণধর্ষণিতা হন বেআইনি মদের কয়েক জন কারবারির কাছে। সেই তরুণীকেই এ বার এক তরুণের মৃত্যুর জন্য দায়ী করে তার উপর হামলা চালালেন মহিলারা। তার মাথা মুড়িয়ে, গলায় জুতার মালা পরিয়ে, মুখে কালি লেপে রাস্তায় ঘোরানোর অভিযোগ উঠল ওই মহিলাদের বিরুদ্ধে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল এই ঘটনাকে অত্যন্ত নিন্দনীয় বলে উল্লেখ করে টুইট করেন, ‘অত্যন্ত লজ্জাজনক ঘটনা। অপরাধীরা এত সাহস পেল কোথা থেকে? কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং লেফটেন্যাটন্ট গভর্নর অনিল বাইজলকে আর্জি জানাচ্ছি পুলিশকে এ বিষয়ে কঠোর পদক্ষেপ করার নির্দেশ দেয়ার। দিল্লিবাসী এ ধরনের ঘৃণ্য কাজ এবং অপরাধকে কখনওই বরদাস্ত করবে না।’

গত ১২ নভেম্বর ওই তরুণ আত্মহত্যা করেন। তার মৃত্যুর জন্য বছর কুড়ির এই তরুণীকেই দায়ী করেন মৃতের পরিবার। অভিযোগ, এর পরই তরুণীকে বাড়ি থেকে তুলে নিয়ে যান মৃতের কাকা। তাকে গণধর্ষণ করা হয়। দিল্লি পুলিশের এক কর্মকর্তা বলেন, ‘এটা খুব দুর্ভাগ্যজনক ঘটনা যে ব্যক্তিগত শত্রæতার জেরে এক জন মহিলার উপর এ ভাবে হামলা চালানো হয়েছে। তার যৌন হেনস্থা করা হয়েছে। এই ঘটনায় চার জনকে গ্রেফতার করা হয়েছে।’

এই ঘটনায় সরব হয়েছেন দিল্লি মহিলা কমিশনের চেয়ারপার্সন স্বাতী মালিওয়াল। তিনি বলেন, ‘২০ বছরের এক তরুণীকে বেআইনি মদের কারবারিরা গণধর্ষণ করেন। তার পর তার মাথা মুড়িয়ে, জুতোর মালা পরিয়ে, মুখে কালি মাখিয়ে রাস্তায় হাঁটানো হয়। দিল্লি পুলিশকে এ বিষয়ে নোটিস দিয়েছি। এই ঘটনার সঙ্গে জড়িত সব অপরাধীকে দ্রæত গ্রেফতারের দাবি জানিয়েছি। ওই তরুণী এবং তার পরিবারের নিরাপত্তারও দাবিও জানানো হয়েছে।’ সূত্র : এনডিটিভি।

 

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (7)
Modhu Satiar ২৮ জানুয়ারি, ২০২২, ৩:০৪ এএম says : 0
কেয়া দেশ হ্যায়।
Total Reply(0)
Kalyan Kumar Roy ২৮ জানুয়ারি, ২০২২, ৩:০৫ এএম says : 0
Manus er desh noi.
Total Reply(0)
Nazrul Islam ২৮ জানুয়ারি, ২০২২, ৩:০৫ এএম says : 0
ছিঃ ছিঃ মোদী শাসনে মানুষ কোথায় পৌঁছেছে
Total Reply(0)
Sukdev Roy ২৮ জানুয়ারি, ২০২২, ৩:০৬ এএম says : 0
এই জঘন্য কাজ যারা করেছে, তাদের শাস্তি প্রদানের দাবী জানাচ্ছি।
Total Reply(0)
Abu Hossain ২৮ জানুয়ারি, ২০২২, ৩:০৬ এএম says : 0
এদের আইনের আওতায় এনে কঠিনতম শাস্তি চাই
Total Reply(0)
Dr Siddhartha ২৮ জানুয়ারি, ২০২২, ৯:০১ এএম says : 0
এই অমানবিক কাজ বন্ধ হোক, ধ্বংস হোক এই প্রশাসনের।
Total Reply(0)
Dr Siddhartha ২৮ জানুয়ারি, ২০২২, ৯:০২ এএম says : 0
এই অমানবিক কাজ বন্ধ হোক
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন