শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

আমি জয়ী হওয়ার জন্য আসিনি -শাকিল খান

বিনোদন রিপোর্ট : | প্রকাশের সময় : ২৯ জানুয়ারি, ২০২২, ১২:০২ এএম

নব্বই দশকের দর্শকপ্রিয় চিত্রনায়ক শাকিল খান এবারের শিল্পী সমিতির নির্বাচনে ইলিয়াস কাঞ্চন-নিপুণ প্যানেল থেকে কার্যনির্বাহী পদে নির্বাচন করেছেন। তিনি পাশ করেছেন কিনা, এ রিপোর্ট পর্যন্ত সে খবর পাওয়া যায়নি। তবে ভোট দিতে এসে শাকিল বলেন, আমি জয়ী হওয়ার জন্য নির্বাচনে আসিনি। এসেছি সবার সমন্বয়ে যেন সুন্দর একটি নির্বাচন হয় সেটা নিশ্চিত করতে। এখানে কোটি কোটি টাকার খেলা নেই। নব্বই দশকের দিকে আমরা যারা কাজ করেছি সবাই চায়, ইয়াং জেনারেশনে যারাই আসুক বা পুরাতন যারা কাজ করছেন, তারা যেন সুন্দর পরিবেশে কাজ করতে পারেন এটাই চাওয়া। এখানে রাজনীতি বা মারামারি নেই। আমরা চাই, প্রতিটি শিল্পী যেন সুন্দরভাবে কাজ করে ঘরে ফিরতে পারে। এতদিন পর নির্বাচনে আসা প্রসঙ্গে শাকিল বলেন, সত্যিকার অর্থে এবার শিল্পী সমিতির নির্বাচন করার ইচ্ছা ছিল না। কাঞ্চন ভাই যখন আমাকে বললেন, শাকিল আমরা একটা সুন্দর প্যানেল করেছি। তুমি আমাদের সঙ্গে থাকতে পারো। পরে তার কথাতেই আমি নির্বাচনে এসেছি। এখানে শিল্পীদের একজন গার্ডিয়ান দরকার, যে লোকটি শিল্পীদের টেককেয়ার করতে পারবে। আমি সেই টিমে থাকতে পারলে, শিল্পীদের যদি কোনো কাজে আসতে পারি, ভালো লাগবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন