মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ইরানের পরমাণু চুক্তি সংশ্লিষ্ট আলোচনা স্থগিত

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৯ জানুয়ারি, ২০২২, ১:৫২ পিএম

ইরানের সাথে পশ্চিমাদের পরমাণু চুক্তি সংশ্লিষ্ট আলোচনা এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে।

শুক্রবার ইউরোপীয় ইউনিয়নের বৈদেশিক কার্যক্রম বিভাগের উপমহাসচিব মোল্লা বলেন, ভিয়েনায় অষ্টম দফা ইরানের পরমাণু চুক্তির আলোচনা সাময়িকভাবে বন্ধ করা হয়েছে, প্রতিনিধিরা নিজ নিজ দেশে ফিরে যাবেন এবং এক সপ্তাহ পর আবারও ফিরে আসবেন।

এদিন সোশ্যাল মিডিয়ায় মোল্লা জানান যে, অষ্টম দফার আলোচনা অনেক দিন ধরে চলছে, আলোচনার প্রতিনিধিরা নিজ দেশের সঙ্গে পরামর্শ করে ফিরে আসবেন। এখন রাজনৈতিক সিদ্ধান্ত প্রয়োজন।

ইরানের তাসনিম সংবাদসংস্থা সংশ্লিষ্ট ব্যক্তিদের উদ্ধৃতি দিয়ে জানায়, আলোচনার বাকি ইস্যু অনেক গুরুত্বপূর্ণ, তাই বিভিন্ন পক্ষের প্রতিনিধিরা স্বদেশে ফিরে বিস্তারিত পরামর্শ করবেন। আগামী সপ্তাহে অষ্টম দফার আলোচনা আবারও শুরু হবে। সূত্র: সিআরআই।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন