আগামী ৪ ফেব্রুয়ারী চীনের বেইজিংয়ে শুরু হতে যাচ্ছে শীতকালীন
অলিম্পিক। এরমাধ্যমে চীন একমাত্র দেশ হিসেবে গ্রীষ্মকালীন ও শীতকালীন
অলিম্পিক আয়োজন করতে যাচ্ছে।
শীতকালীন
অলিম্পিক মানে এখানে হবে স্কাই ডাইভিং, আলপিন স্কাই এসব ইভেন্টগুলো। আর এ ইভেন্টগুলোতে প্রয়োজন তুষার৷
তবে বেইজিংয়ে এ সময়টায় পর্যাপ্ত তুষার থাকবে না৷ তাই চীন পানি ও বিশেষ মেশিন দিয়ে নকল তুষার তৈরি করে সেগুলো দিয়ে একটি পাহাড় পূর্ণ করছে। তাছাড়া এই নকল তুষারগুলো যেন দ্রুত গলে না যায় সেজন্য ব্যবহার করা হবে বিশেষ রাসায়নিক। সূত্রঃ বিবিসি
মন্তব্য করুন