বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

ইসলামী জীবন

ছাত্রদের মাঝে ইসলামী চেতনা জাগ্রত করতে হবে : মাওলানা হামিদী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ জানুয়ারি, ২০২২, ৬:৪০ পিএম

খেলাফত ছাত্র আন্দোলন মহানগর সভা আজ শুক্রবার সকাল ৯ টায় বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।কমিটি পুনর্গঠন উপলক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি হাফেজ জাকির বিল্লাহ পূর্বের কমিটি ভেঙ্গে দিয়ে নতুন কমিটি ঘোষণা করেন। আব্দুর রহমানকে সভাপতি ও মো: রফিকুল ইসলামকে সাধারণ সম্পাদক পদে পূর্ণনির্বাচিত করে ১৭ সদস্যবিশিষ্ট্য ঢাকা মহানগর কমিটি পূর্ণগঠন করা হয়েছে।

সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় নায়েবে আমীর ও ঢাকা মহানগরীর আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী। তিনি বলেন, ছাত্রদের মাঝে ইসলামী চেতনা জাগ্রত করতে হবে। সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুব বিষয়ক সম্পাদক মাওলানা আ ফ ম আকরাম হুসাইন, ঢাকা মহানগর সাধারণ সম্পাদক মো: মোফাচ্ছির হোসাইন, খেলাফত ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক মো: জাকির হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা আরমান হোসাইন, প্রচার সম্পাদক মো: শফিকুল ইসলাম, অর্থ সম্পাদক মো: মুনঈম খান প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মুজিবুর রহমান হামিদী বলেন, বর্তমান বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করতে হলে কুরআন-সুন্নাহর উপর আমল করতে হবে। কুরআন সুন্নাহর অনুসরণ ছাড়া মানবতার মুক্তি নেই। বিভিন্ন তন্ত্র-মন্ত্রের মাধ্যমে বিশ্বে শান্তি প্রতিষ্ঠিত হয়নি। একমাত্র খেলাফত শাসন ব্যবস্থার মাধ্যমেই শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব। তিনি ছাত্রদের মাঝে ইসলামী চেতনা জাগ্রত করে ইসলাম কায়েমে সচেষ্ট হওয়ার আহ্বান জানান।

মাওলানা আ ফ ম আকরাম হুসাইন বলেন, মুক্তিযুদ্ধের পর দেশে যত আন্দোলন সংগ্রাম সফলতা লাভ করেছে সেসবে ছাত্রসমাজই অগ্রণী ভূমিকা পালন করেছে। ছাত্রসমাজ জেগে উঠলে জাগবে দেশ। তিঁনি পুনর্গঠিত কমিটির সদস্যদেরকে আমলে মনোযোগী হয়ে ছাত্র সমাজকে সংগঠিত করার পরামর্শ প্রদান করেন।

মোফাচ্ছির হোসাইন বলেন, খেলাফতের কাজকে ইবাদত মনে করতে হবে। সংখ্যাধিক্যতার উপর দৃষ্টি না দিয়ে আল্লাহর উপর তাওয়াক্কুল করে সাংগঠনিক কর্মসূচিকে এগিয়ে নিতে হবে। হাফেজ জাকির বিল্লাহ তার বক্তব্যে বলেন, হাফেজ্জী হুজুর রহ. এর মিশন বাস্তবায়ন করতে নিজেকে মেলে ধরতে হবে । ইমাম মাহদীর কাফেলায় শরীক হতে প্রত্যেক সদস্যকে যোগ্যতার উন্নতি ঘটাতে হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন