বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সম্পাদকীয়

পরীক্ষাকেন্দ্রে ঘড়ি নেই

চিঠিপত্র

| প্রকাশের সময় : ৩০ জানুয়ারি, ২০২২, ১২:০৫ এএম

সম্প্রতি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছিলাম। সিট পড়েছিল নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি ভবনে। পরীক্ষার বিজ্ঞপ্তিতে উল্লেখ ছিলো, কোনো ধরনের ইলেকট্রিক ডিভাইস যেমন মোবাইল, ঘড়ি নিয়ে কেন্দ্র প্রবেশ করা নিষেধ। বলা হয়েছিলো, পরীক্ষার কেন্দ্র ঘড়ির ব্যবস্থা থাকবে। কিন্তু অনেক হলে ছিলো না ঘড়ির ব্যবস্থা। যেহেতু নির্দিষ্ট সময়ের মাঝে শিক্ষার্থীদের নির্দিষ্ট প্রশ্নের উত্তর দিতে হয়, তাই শিক্ষার্থীদের জন্য প্রতিটি মিনিট খুবই মূল্যবান। যদিও হলের পরীক্ষকরা শিক্ষার্থীদের কষ্ট লাগবের জন্য একটু পর পর সময় বলে দিয়েছিলো, তারপরও অনেক শিক্ষার্থীর সময় নির্ণয় করতে ব্যর্থ হওয়ায় অনেক প্রশ্নের উত্তর করতে পারেনি। এটি শুধু ভর্তি পরীক্ষায় নয়, অন্যান্য পাবলিক পরীক্ষায়ও এমন দৃশ্য চোখে পড়ে। অথচ, প্রতিটি ক্লাস রুমে দেয়াল ঘড়ি থাকাটা অপরিহার্য বিষয়। তাই শিক্ষার্থী তথা আগামীর দেশ গড়ার কারিগরদের কথা বিবেচনা করে দ্রুত সকল ক্লাস রুমে দেয়াল ঘড়ি রাখার ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

মোহাম্মদ নাদের হোসেন ভূঁইয়া
শিক্ষার্থী, ফেনী সরকারি কলেজ

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন