বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

উদ্বেগজনক পরিবেশ ইউক্রেন সঙ্কট সমাধানে সহায়ক নয় : চীন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩০ জানুয়ারি, ২০২২, ১২:০৫ এএম

উদ্বেগজনক পরিবেশ ইউক্রেন সংকট সমাধানে সহায়ক নয়। শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়ান নিয়মিত এক প্রেস ব্রিফিংয়ে এই কথা বলেন। চাও লি চিয়ান বলেন, ‘আঞ্চলিক ও বিশ্বের নিরাপত্তা ঝুঁকি বৃদ্ধির দৃঢ় বিরোধিতা করে চীন।’ জানা গেছে, সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, রাশিয়া অব্যাহতভাবে ইউক্রেনের সীমান্তে সেনা বাড়াবে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় আক্রমণ চালাবে। মার্কিন সরকার ইউক্রেনকে অতিরিক্ত ২০ কোটি মার্কিন ডলারের সামরিক সাহায্য দেবে। পশ্চিমা তথ্যমাধ্যম ও রাজনীতিবিদগণ ইউক্রেনে রুশ অনুপ্রবেশের বিষয়টি বড় করে দেখাচ্ছে। সংশ্লিষ্ট প্রশ্নের জবাবে মুখপাত্র বলেন, বর্তমান পরিস্থিতিতে আমরা সংশ্লিষ্ট পক্ষগুলোকে উদ্বেগজনক পরিস্থিতি প্রশমন করে, বিষয়টির তীব্রতর এড়ানো, কৃত্রিম উত্তেজনা বন্ধ করা এবং বৈরিতা উসকে না-দেওয়ার আহ্বান জানাই। সিআরআই।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন