ফেনী অঞ্চলের বিশিষ্ট আলেমেদীন ও ইসলামী আন্দোলন বাংলাদেশ ছাগলনাইয়া শাখার আমীর হযরত মাওলানা মুফতি কামাল উদ্দিনকে শেষ বিদায় জানিয়েছেন হাজারো মুসল্লি। গতকাল শনিবার সকালে ছাগলনাইয়া উপজেলার মধ্যম নিচিন্তা আশ্রাফুল উলুম মাদরাসা ময়দানে জানাযা শেষে নিচিন্তা গ্রামে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তিনি ফেনী জেলার বহু মাদরাসায় মুহাদ্দিস ও মোহতামিম হিসেবে দায়িত্ব পালন করেছেন। মৃত্যুর আগ পর্যন্ত ছাগলনাইয়া উপজেলার ঘোপালে আশরাফুন্নেছা মহিলা মাদরাসার মোহতামিমের দায়িত্ব পালন করেছেন। গত দুইমাস অসুস্থ থাকার পর গত শুক্রবার রাতে নিজ বাড়িতে ইন্তেকাল করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে ও ছয় মেয়ে রেখে গেছেন তিনি। গতকাল তার জানাযায় অসংখ্য আলেম-ওলামা ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। জানাযাপূর্ব সামাবেশে দ্বীন গ্রুপের চেয়ারম্যান গনি আহমেদ, ছাগলনাইয়া জমাদ্দার বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি আলহাজ্ব আবু আহম্মদ মজুমদার, ফেনী ফালাহিয়া কামিল মাদরাসার প্রিন্সিপাল ফারুক আহমেদ প্রমুখ ব্যক্তি স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন