নির্বাচনী ফলাফল নিয়ে কারো কোনো আপত্তি থাকলে ভোট পুনঃগণনা করার আপিল করতে পারবেন যেকোনো প্রার্থী। গত শুক্রবার চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে ১৩ ভোটে হেরে যান নিপূণ। তিনি গত শনিবার ভোট পুনঃগণনার আবেদন করেন। শনিবার সন্ধ্যায় নির্বাচনের আপিল বিভাগ সাধারণ সম্পাদক পদে ভোট পুনঃগণনা করেন। এই গণনায় নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত ফলাফলের কোনো পরিবর্তন হয়নি। যা ঘোষণা করা হয়েছিল, তাই রয়েছে। এতে জায়েদ খানই বিজয়ী হয়েছেন। আপিল বিভাগের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান জানান, ফল আগে যা ছিলো পুনঃগণনার পর তাই রয়েছে। সব ঠিক আছে। তিনি জানান, সম্পাদকীয় পদে ২৬টি ভোট নষ্ট হয়েছে। এরমধ্যে নিপূণের ১৪টি ভোট। বাকিগুলো জায়েদ খানের। ভোট পুনঃগণনার সময় উপস্থিত ছিলেন ইলিয়াস কাঞ্চন, নিপূণ, জায়েদ খান ও জয় চৌধুরী। পুনঃগণনার রেজাল্ট শিটে স্বাক্ষর করলেও নিপূণ সন্তুষ্ট হতে পারেননি। তিনি সাংবাদিকদের বলেন, আমাকে অসহযোগিতা করা হয়েছে। আমার ১৬টি ভোট নষ্ট হয়েছে কীভাবে? এই ভোট কাস্টিং করে দিলেই আমি ২ ভোটে জিতে যাবো। আর প্রশাসন আমাকে অসহযোগিতা করেছে। উল্লেখ্য, গতকাল নির্বাচন কমিশন চূড়ান্ত ফলাফল ঘোষণা করে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন