শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

ইঞ্জিনিয়াররা ফার্স্ট ক্লাস আর ডাক্তাররা সেকেন্ড ক্লাস চোর

মির্জা আজমের বক্তব্য

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩১ জানুয়ারি, ২০২২, ১২:০১ এএম

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সাবেক বস্ত্র প্রতিমন্ত্রী, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপির একটি ভিডিও ভাইরাল হয়েছে। এতে তিনি ইঞ্জিনিয়ারদের ফার্স্ট ক্লাস চোর এবং ডাক্তারদের সেকেন্ড ক্লাস চোর বলে অভিহিত করেছেন।

এ বক্তব্য ভাইরাল হবার পর থেকে চলছে তুমুল সমালোচনা। মির্জা আজমের একটি বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে ইঞ্জিনিয়ার ও ডাক্তারদের পেশাজীবী চারটি সংগঠন। সংগঠনগুলো হলো- বাংলাদেশের চিকিৎসকদের বেসরকারি সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি, রাইটস এন্ড রেস্পন্সিবিলিটিজ (এফডিএসআর), ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি), বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশন (বিডিএফ)।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির বিবৃতিতে বলা হয়, গত ১৯শে জানুয়ারি জামালপুর জেলা প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির সঙ্গে এক আলােচনায় জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মির্জা আজম বুয়েটের স্নাতক প্রকৌশলী এবং বিভিন্ন মেডিকেল কলেজের ডাক্তারদের চোর সাব্যস্ত করে অত্যন্ত আপত্তিকর বক্তব্য দিয়েছেন। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি প্রকৌশলী ও ডাক্তারদের সম্পর্কে মির্জা আজমের এমন অবমাননাকর বক্তব্যের তীব্র প্রতিবাদ জানায়।

মির্জা আজমের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আইইবি আগামী ৩ দিনের মধ্যে বক্তব্য প্রত্যাহার করে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি)। চিকিৎসকদের সংগঠন এফডিএসআর-এর বিজ্ঞপ্তিতে বলা হয়, একজন দায়িত্বশীল ব্যক্তি ও সংসদ সদস্য কর্তৃক যেকোনো পেশাজীবী সম্পর্কে এ ধরনের ঢালাও মন্তব্য অবমাননাকর ও অগ্রহণযোগ্য। তিনি মেধাবীদের সম্পর্কে যেভাবে বক্তব্য দিয়েছেন, তা কাণ্ডজ্ঞানহীন ও দুর্ভাগ্যজনক।

এ বিষয়ে জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মির্জা আজম গণমাধ্যমে বলেছেন, ২০-২৫ দিন আগে দেওয়া একটি বক্তব্য বিকৃত করে উদ্দেশ্যমূলকভাবে সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে। বক্তব্যের শুরু ও শেষ ভাগের কোনো কিছু প্রচার না করে মাঝখানে কিছু অংশ দেওয়া বিভ্রান্তিকর। আমি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করি না। তাই জানি না কী হয়েছে। কিন্তু যেভাবে ঢাকা মেডিকেল বা অন্যান্য প্রতিষ্ঠানের ব্যক্তিরা বিকৃত বক্তব্য শুনে ক্ষোভ প্রকাশ করছেন বলে শুনেছি তা আসলে ঠিক হচ্ছে না। আশা করছি তারা পুরো বক্তব্য শুনে পেশাগতভাবে নয় বরং বাস্তবতা বিবেচনায় নিয়েই আমার কথাগুলো বিবেচনা করবেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (17)
Hossain Iqbal ৩১ জানুয়ারি, ২০২২, ২:৫০ এএম says : 0
ভাই একেবারে সত্য ও সচ্ছ কথাটা বলছেন।
Total Reply(0)
Suzon Mia ৩১ জানুয়ারি, ২০২২, ২:৫০ এএম says : 1
চোরের মায়ের বড় গলা । অনেক প্রকৌশলী আছে যারা সৎ ভাবে কাজ করতে চায় কিন্তু এই চোরদের জন্য পারে না।
Total Reply(0)
হাসান আল মেহেদী ৩১ জানুয়ারি, ২০২২, ২:৫১ এএম says : 2
আমি মনে করিনা এ দুই পেশাজীবির সবাই সৎ, কিন্তু এভাবে ঢালাওভাবে এ দুই পেশার লোকদেরকে দায়ী করা উদ্দেশ্যপ্রণোদিত ।
Total Reply(0)
জনিরুল ইসলাম ৩১ জানুয়ারি, ২০২২, ২:৫১ এএম says : 0
থলের বেড়াল বেরিয়ে আসলে, অনেক বিড়ালই কালো হয়ে যাবে । সুতরাং এই ধরনের বক্তব্য অবশ্যই প্রত্যাহার করে নিতে হবে ।
Total Reply(0)
Khaled Sufian ৩১ জানুয়ারি, ২০২২, ২:৫১ এএম says : 0
মির্জা আজম এমপি বললেন এদেশের ইঞ্জিনিয়াররা হলো ফার্স্ট ক্লাস চোর, আর ডাক্তাররা হলো সেকেন্ড ক্লাস চোর । তাইলে বাকিরা কোন ক্লাসের চোর হবে উনি একটু বলে দিলে ভালো হয় ।
Total Reply(0)
Rabiul ৩১ জানুয়ারি, ২০২২, ৭:৫২ এএম says : 0
Mr Mirza Azam saheb thank you for your nice comments. However please say something about our politicians
Total Reply(0)
Adv khairul Islam ৩১ জানুয়ারি, ২০২২, ৮:০৬ এএম says : 0
নিজের চুরির ফিরিস্তি ঢাকতে অন্যেরচুরির ফিরিস্তি আর কি
Total Reply(0)
এমদাদুল ৩১ জানুয়ারি, ২০২২, ৯:০০ এএম says : 0
nesco desco pdb wapda ঘুস ছাড়া কাজ হয় না। এম পি মহোদয় ঠিক বলেছেন। তবে এই সরকারের আমলে চোর দূনিতি সন্ত্রাস দুর না হলে কিয়ামত পর্যন্ত দুর হবে না
Total Reply(0)
Nazmul hasan ৩১ জানুয়ারি, ২০২২, ১০:০০ এএম says : 0
সরকারি এম পি মন্ত্রীরা কোন লেভেলের চোর মির্জা আজম এম পি সেটা কেন বলেন না? এম পি- মন্ত্রী সাহেবরা আগে আয়নাতে নিজেদেরকে দেখেন।
Total Reply(0)
Dr.Harun Ur Rashid ৩১ জানুয়ারি, ২০২২, ১০:১৫ এএম says : 0
MP ra Chor toiri kore
Total Reply(0)
Md.Rashed ৩১ জানুয়ারি, ২০২২, ১০:৩১ এএম says : 0
তিনি দেশের মানুষের মনের কথাটাই বলেছেন।৷ মির্জা আজমের সাথে আমার অনেক জায়গায় মতের ভিন্নতা রয়েছে but এই জায়গায় আমি তার সাথে ১০০% একমত।
Total Reply(0)
সামির ৩১ জানুয়ারি, ২০২২, ১২:১৩ পিএম says : 0
১০০০% সত্য কথা, অসংখ্য ধন্যবাদ আজম ভাই কে।
Total Reply(0)
jack ali ৩১ জানুয়ারি, ২০২২, ৪:৪৩ পিএম says : 0
Top to bottom is thief's.
Total Reply(0)
Rubaiyat Ferdous ৩১ জানুয়ারি, ২০২২, ৮:০১ পিএম says : 0
৮০% সত্য আছে বলে মনে করি।
Total Reply(0)
সাসুজ্জামান ৩১ জানুয়ারি, ২০২২, ৮:২৫ পিএম says : 0
সঠিক
Total Reply(0)
আরিফুল ইসলাম ৩১ জানুয়ারি, ২০২২, ১০:৩৩ পিএম says : 1
মির্জা আজম এমপি দুর্নীতিবাজদের সঙ্গে আপোস করে না করবেও না
Total Reply(0)
আব্দুর রউফ ৬ ফেব্রুয়ারি, ২০২২, ৮:১৫ পিএম says : 0
মেয়ে বিয়ের সময় শুধু ডাক্তার এবং ইঞ্জিনিয়ার ছেলের প্রয়োজন হয় । ডাক্তার ছেলে ছেলে হিসেবে ভালো কিন্তু টেস্টের কমিশন না খাইলে ভাল হইতো । ডাক্তারদের সম্পর্কে মন্তব্য করার আগে সাবধান ডাক্তারদের কিছু শক্তিশালী সংগঠন আছে এবং তাদের এই সংগঠনের সঙ্গে ইউরোপ-আমেরিকার হাত আছে সাবধান
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন