পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনের করোনা টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছে। পররাষ্ট্রমন্ত্রীর সহধর্মিণী সেলিনা মোমেনেরও করোনা পজিটিভ। তবে তাদের উল্লেখযোগ্য কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই।
এর আগে ২০২০ সালের নভেম্বরে তিনি একবার করোনা আক্রান্ত হন। এ ছাড়া ২০২১ সালের ১৯ ডিসেম্বর তিনি টিকার বুস্টার ডোজ নিয়েছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র সংবাদমাধ্যমকে জানিয়েছে, গত সপ্তাহে পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত প্রটোকলের একাধিক কর্মকর্তার করোনা শনাক্ত হয়। তারা সবাই মোটামুটি সুস্থ রয়েছেন। প্রাথমিক কিছু উপসর্গ থাকায় মন্ত্রীর করোনা পরীক্ষা করানো হয়। এতে পরেই তার করোনা রিপোর্ট পজিটিভ এলো।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন