মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

রূপগঞ্জে প্রান্তিক চাষিদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

প্রকাশের সময় : ২ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কৃষি বিভাগের অধিনে চলতি রবি মওসুমে ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের প্রণোদনা কর্মসূচির আওতায় এক শ’ জন চাষির মাঝে বীজ ও সার বিতরণ করা হয়। মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক)।
এ সময় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফেরদৌসী আলম নীলা, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঈসমাইল হোসেন, মুড়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান তোফায়েল আহমেদ আলমাছ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আওলাদ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল মোল্লা, কৃষি কর্মকর্তা মুরাদুল হাসান প্রমুখ। এ সময় এক শ’ জন প্রান্তিক চাষিকে ২০ কেজি ডিএসি সার, ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়। এ ছাড়া প্রত্যেক চাষিকে এক কেজি করে বারি চৌদ্দ জাতের সরিষা বিতরণ করা হয়। পরে ১৫ দিনের মধূ চাষের প্রশিক্ষণ শেষে ২০ জন কর্মকর্তা ও চাষিকে সনদ দেয়া হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন