বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

ঢাবি ছাত্রলীগের হল কমিটি নেতৃত্বের দৌড়ে এগিয়ে যারা

রাহাদ উদ্দিন | প্রকাশের সময় : ২ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০৪ এএম

অনেক জল্পনা কল্পনার পর গত ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হলো ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রলীগের ১৮টি হলের সমন্বিত সম্মেলন। এর মাধ্যমে নেতৃত্ব বাছাইয়ের প্রক্রিয়া শেষ হলো। এখন বাকি নেতৃত্ব ঘোষণার। চলছে শেষ মুহূর্তের দৌড়ঝাঁপ। স্বাভাবিকভাবে ছাত্রলীগের কমিটিতে স্থান পেতে যে বিষয়গুলো সামনে আসে তা হলো- প্রার্থীর পারিবারিক রাজনৈতিক পরিচয়, অর্থনৈতিক অবস্থা, আওয়ামী লীগ ও কেন্দ্রীয় ছাত্রলীগ নেতাদের সাথে লিংক লবিং ও নেতাদের তদবির। তবে এবারের ঢাবি শাখা ছাত্রলীগের ১৮টি হলের কমিটি নির্বাচনে এসবের একটাও কাজে আসবে না বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের শীর্ষ দুই নেতা সনজিত চন্দ্র দাস ও সাদ্দাম হোসেন।
হল সম্মেলনের প্রস্তুতি উপলক্ষে সংবাদ সম্মেলনে সনজিত চন্দ্র দাস বলেছেন, মেধাবী শিক্ষার্থী, ছাত্রলীগের প্রশ্নে আপোষহীন, রাজপথে শিক্ষার্থীদের অধিকার আদায়ে কাজ করবে তারা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোর নেতৃত্বে আসবে। এছাড়া সাধারণ শিক্ষার্থীদের সুযোগ সুবিধা, ক্যান্টিনে খাবারের মান উন্নয়ন ও গণরুম ব্যবস্থা উচ্ছেদ করে জাদুঘরে পাঠাবে এমন কর্মী বান্ধব নেতৃত্ব দিতে পারবে তাদেরকেই নেতা বানাতে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিবো। কেন্দ্রীয় ও আওয়ামী লীগ নেতাদের তদবিরে কেউ নেতৃত্বে আসতে পারবে না বলে জানান সনজিত।

সাদ্দাম হোসেন বলেন, আমরা ইতোমধ্যেই ১৮টি হলে কর্মীসভা করেছি। কর্মী ও সাধারণ শিক্ষার্থীদের মাঝে কোন নেতাদের অবস্থান রয়েছে এবং তাদের বিষয়ে আমরা সাংগঠনিক কোরামে আলোচনা করেই চূড়ান্ত নেতা নির্বাচনের সিদ্ধান্ত গ্রহণ করবো।
এদিকে কেন্দ্রীয় নেতাদের সাথে কথা বলে জানা যায়, দীর্ঘদিন হল কমিটি না থাকায় সর্বশেষ ডাকসু নির্বাচনে যারা শিক্ষার্থীদের ভোটে নির্বাচিত প্রতিনিধি হয়েছেন তারা এবারের কমিটিতে প্রাধান্য পাবে।

সভাপতি ও সাধারণ সম্পাদক পদে সম্ভাব্য যারাঃ
হাজী মুহম্মদ মুহসিন হল- শহিদুল হক শিশির, সম্রাট হোসেন লিটন, মুহাম্মদ হোসাইন, মেহেদী হাসান মিজান , আব্দুল্লাহ আল মামুন ও সাদিল আব্বাস।
স্যার এ. এফ রহমান হল- সালাহ উদ্দিন আহমেদ সাজু, মিজানুর রহমান রনি, মুহাম্মদ ফয়সাল মাহমুদ, আব্দুর রহিম সরকার, মুনিম শহরিয়ার মুন, রিয়াজুল ইসলাম, রায়হানুল ইসলাম মল্লিক, আবসার হাসান রানা, আল আমিন হোসেন।
শহীদ সার্জেন্ট জহুরুল হক হল- কামাল উদ্দিন রানা, রুবেল হোসেন, সাইফুল্লাহ আব্বাছী অনন্ত, সুরাপ মিয়া সোহাগ, হাফিজ উর রহমান, রাজিবুল আলম খান তানিম, আহমেদ মুনীর তাঈফ।
স্যার সলিমুল্লাহ মুসলিম হল- তানভীর সিকদার, সাইমুন ইসলাম বাপ্পী, মোস্তফা সরকার মিশাত, ইমন খান জীবন, মিলন খান, মো. হাকিমুল ইসলাম, আতিকুর রহমান আতিক, আরিফুল ইসলাম আরিফ।
মাস্টার দা’ সূর্যসেন হল- মো. মারিয়াম সোহান, মো. সিয়াম রহমান, সৈয়দ শরিফুল আলম শপু, ইমরান সাগর, হাবীবুর রহমান সুমন, এম এইচ পারবেজ।

বিজয় একাত্তর হল- সজিবুর রহমান সজিব, আবু ইউনুস, রবিউল হাসান রানা, হারুনুর রশিদ, তারিকুল ইসলাম, দিদার মাহমুদ আব্বাস, রাজিব আহমেদ, নাজমুল হাসান নিশান, ফাহিম হাসান।
মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল- আব্দুল্লাহ-আল-সুবাইল, মাহমুদুল হাসান, আজহার, হাসিবুল হোসেন শান্ত, মুরাদ, আশরাফুল আলম অনিক।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল- মেহেদী হাসান শান্ত, মোসান্নাল গালিব, জুলফিকার হোসেন পিয়াস, সিফাত খান, মাহবুবুর রহমান, ইসরাফিল, আকমল হোসেন, ইলিয়াস তুষার।
কবি জসীম উদ্্দীন হল- মো. ফরহাদ আলী, ওয়ালিউল সুমন, আব্দুল্লাহ আল নোমান, মো. নাসির উদ্দিন, এনায়েত কবির, ইমাম হাসান, মো. লুৎফুর রহমান, খালিদুর রহমান বাদল, তুহিন মাহমুদ।
জগন্নাথ হল- হল সংসদের সহ সাধারণ সম্পাদক কাজল দাস ও হল সংসদের সাধারণ সম্পাদক অতনু বর্মন, সজল দাস, সত্যজিত দেবনাথ।
ড. মুহম্মদ শহীদুল্লাহ হল- মো. ইরফানুল হাই সৌরভ, জাহিদুল ইসলাম (জাহিদ), শরিফ আহমেদ মুনিম, মো. আশরাফুল ইসলাম, মামুন আলী।
ফজলুল হক মুসলিম হল- এনায়েত হোসেন, আবু হাসিব মুক্ত, সনজিত চন্দ্র দাস - আনোয়ার হোসেন নাইম, এহতেশামুল হক হৃদয়, আবু মুসা শুভ।

অমর একুশে হল- রুহুল আমিন শিপন, আহসান হাবীব, ইমদাদুল হাসান (সোহাগ), আলিফ আল আহমেদ, মঈনুল তানভীর, রাতুল হোসেন নাইম।
রোকেয়া হল- ফাল্গুনী দাস তন্বী, মাসুমা ইয়াসমিন, অন্তরা দাস প্রীথা, আতিকা বিনতে হোসেন মিম,ফারজানা ইয়াসমিন অনন্যা, মজিদা নাসরিন মম, মহসিনা খাতুন মাইশা।
শামসুন্নাহার হল- নুসরাত রুবাইয়াত লীনা, সাবরিনা তাবাসসুম নিথিয়া, শেহেরজান হক শেহের, বিশাখা দাশ ইরা, খাদিজা আক্তার ঊর্মী।

বাংলাদেশ কুয়েত-মৈত্রী হল- রাজিয়া সুলতানা কথা ও জান্নাতুল হাওয়া আঁখি।
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল- কোহিনুর আক্তার রাখি, সানজিনা ইয়াসমিন, মোসা. সাবরিনা খাতুন, রাবেয়া তাপসী।
সুফিয়া কামাল হল- মিতালী মন্ডল, রিমা আক্তার (লাবিসা), পূজা কর্মকার।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন