শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

অবশেষে বিপিএলে আসছে ডিআরএস

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২ ফেব্রুয়ারি, ২০২২, ৪:৫৩ পিএম

চলতি বিপিএলে ডিআরএসের অভাবটাই বেশি পোড়াচ্ছে ক্রিকেটারদের। কারণ ডিআরএস না থাকা মানে নিশ্চিতভাবেই বিতর্কের অবকাশ রেখে দেওয়া। আর বিপিএলে ডিআরএস না থাকায় কম সমালোচনা হয়নি। অবশেষে বিপিএলের শেষ মুহুর্তে ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস) রাখতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবি নিশ্চিত করেছে টুর্নামেন্টের সেমিফাইনাল, ফাইনালসহ সবশেষ ৭ ম্যাচে থাকবে ‘পূর্ণাঙ্গ’ ডিআরএস।
আজ (বুধবার) দুপুরে মিরপুরে সাংবাদিকদের এই তথ্য জানিয়ে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘আমরা চেষ্টা করছি শুধু আফগানিস্তান না আমাদের বিপিএলের শেষের অংশের ম্যাচগুলো হবে সেখানেও ডিআরএসকে ইন্ট্রোডিউস করা যায় কিনা।’

এছাড়া বিসিবির সিইও নিজামউদ্দিন বলেন,‘প্রক্রিয়া ইতিমধ্যে শুরু করা হয়েছে। আমাদের চেষ্টা থাকবে যে এটলিস্ট আমাদের শেষ সল্টের যে ম্যাচগুলো হবে ঢাকাতে, পরিকল্পনা আফগানিস্তান সিরিজে ডিআরএসটাকে নিশ্চিত করার জন্য। ফুল ডিআরএসটা।’

বিপিএল শুরু হয় ঢাকা পর্ব দিয়ে। ঢাকায় ৮ ম্যাচে কোনো ডিআরএস ছিল না। এরপর চট্টগ্রাম পর্বে স্লো-মোশন ক্যামেরার মাধ্যমে ‘এ ডিআরএস’প্রক্রিয়ায় খেলা পরিচালনা করে বিসিবি। কিন্তু এনিয়ে আরো বেশি সমালোচিত হতে হয় বিসিবিকে। এবার ঢাকা দ্বিতীয় পর্বে ৪ ম্যাচ শেষে সিলেট পর্বে যাবে বিপিএল। সেখান থেকে ঢাকা ফিরলে ‘পূর্ণাঙ্গ’ডিআরএস পাওয়া যাবে।

আসন্ন আফগানিস্তান সিরিজে ডিআরএস থাকবে বলে জানান সুজন। এদিকে করোনার ঊর্ধ্বগতির কারণে বিপিএলে দর্শক প্রবেশের অনুমিত নেই। তবে আফগান সিরিজে দর্শক ফেরার ব্যাপারে সরকারের সিদ্ধান্তের সিকে তাকিয়ে বিসিবি।

আফগানিস্তান সিরিজে দর্শক নিয়ে নিজামউদ্দিন বলেন, ‘আফগানিস্তান সিরিজে দর্শকের ব্যাপারে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আমরা এ বিষয়ে সরকারের যে গাইডলাইন সেটা আমরা ফলো করব। সরকারের যে নির্ধারিত গাইডলাইন যেটা দর্শক আপাতত বিরতি থাকার ব্যাপারে রয়েছে সেটা যদি কন্টিনিউ করে তাহলে হয়তো সেভাবেই সিরিজটা আয়োজন করতে হবে।’

একুশে সংবাদ/এসএস

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন