বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

আজারবাইজানি লন্ড্রোম্যাট পাচ্ছে ৫৬ লাখ পাউন্ড

হস্তান্তরে নির্দেশ ব্রিটিশ আদালতের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০৪ এএম

আজারবাইজানীয় রাজনীতিবিদ জাভানশির ফাইজিয়েভ এবং তার পরিবারকে ৫৬ লাখ পাউন্ড হস্তান্তরের আদেশ দিয়েছে ব্রিটিশ আদালত। ‘আজারবাইজানি লন্ড্রোম্যাট’ নামে অভিহিত একটি জটিল অর্থ-পাচার প্রকল্পের মাধ্যমে যুক্তরাজ্যে আনা সন্দেহভাজন তহবিলের বিষয়ে সোমবার এ নির্দেশ দেয়া হয়। যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ) জানিয়েছে যে, আজারবাইজান পার্লামেন্টের ভারপ্রাপ্ত সদস্য ফাইজিয়েভ লন্ড্রোম্যাটের মাধ্যমে কয়েক মিলিয়ন পাউন্ডের অবৈধ সম্পদ যুক্তরাজ্যে নিয়ে আসেন।

লন্ডনে কয়েক লাখ পাউন্ড মূল্যের প্রাসাদে বসবাসকারী এবং ইউকে-আজারবাইজান সর্ব-সংসদীয় সহযোগিতা কমিটির সভাপতি ও ইইউ পার্লামেন্টের সমতুল্য সংস্থার সহ-সভাপতি ফাইজিয়েভের মানি লন্ডারিং স্কিমটি ২০১৭ সালে প্রকাশ পায়, যখন ড্যানিশ সংবাদপত্র বের্লিংস্কে গোপনীয় ব্যাংকিং রেকর্ড হাতে পায় এবং অর্গানাইজড ক্রাইম অ্যান্ড করাপশন রিপোর্টিং প্রজেক্ট, দ্য গার্ডিয়ান এবং অন্যান্য মিডিয়া অংশীদারদের সাথে তা শেয়ার করা হয়। প্রাপ্ত তথ্য দেখায় যে, আজারবাইজানের এ নেতা একাধারে মানবাধিকার লঙ্ঘন, পদ্ধতিগত দুর্নীতি এবং কারচুপির অভিযোগে অভিযুক্ত। তিনি ২০১২ এবং ২০১৪ সালের এর মধ্যে ১৬ হাজারেরও বেশিবার গোপনে অর্থ প্রদান করেছেন, যার মূল্য প্রতিদিন গড়ে ২২ লাখ পাউন্ড। সূত্র : দ্য গার্ডিয়ান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন