বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

মার্কিন রকেট হামলায় নিহত ৯

সিরিয়ায় সন্ত্রাসবিরোধী অভিযান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ ফেব্রুয়ারি, ২০২২, ১২:১২ এএম

সিরিয়ার উত্তরে আল-বাবে নগরীতে মার্কিন রকেট হামলায় ৯ জন বেসামরিক লোক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন। বুধবার তুরস্কভিত্তিক সংবাদমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে ডেইলি সাবাহ এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, রকেটগুলো নগরীর রাস্তা, হাসপাতালের কাছাকাছি এবং বিভিন্ন জায়গায় আঘাত হানে। আরও জানা যায়, সিরিয়া-ইরাক সীমান্তে উগ্রবাদী সংগঠন দায়েসের বিরুদ্ধে লড়াইয়ের শেষ পর্যায়ে এ দুর্ঘটনা ঘটেছিল। একবার দায়েস সংগঠনের দ্বারা শাসিত, আল-বাবকে অপারেশন ইউফ্রেটিস শিল্ডে মুক্ত করা হয়েছে। এ হামলাটি তুর্কি সশস্ত্র বাহিনী (টিএসকে) এবং সিরিয়ান ন্যাশনাল আর্মি (এসএনএ) দ্বারা পরিচালিত হয়। এলাকাটি মুক্ত হওয়ার পর আল-বাবের অধিকাংশ বাসিন্দা শহরে ফিরে এসেছে। পেন্টাগন জানিয়েছে, যুক্তরাষ্ট্রের বিশেষ অভিযান বাহিনী সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে সফলভাবে একটি সন্ত্রাসবিরোধী অভিযান চালিয়েছে। বৃহস্পতিবারের এ অভিযানে মার্কিন বাহিনীর কেউ হতাহত হয়নি বলে জানালেও বিস্তারিত আর কিছু জানায়নি তারা। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলীয় শহর আতমাহর বাসিন্দারা ও দেশটির সরকারের বিরুদ্ধে লড়াইরত বিদ্রোহীরা এর আগে জানিয়েছিল, দুই ঘণ্টার এ অভিযানে বেশ কয়েকজন বেসামরিক হতাহত হয়েছেন। আল কায়েদার অনুগত সন্দেহভাজন এক জঙ্গিকে লক্ষ্য করে হামলাটি চালানো হয়, এমন ধারণা করা হচ্ছে বলে জানিয়েছে তারা। এক বিবৃতিতে পেন্টাগনের প্রেস সেক্রেটারি জন কিরবি বলেন, “যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমাÐের অধীনস্ত মার্কিন বিশেষ অভিযান বাহিনী উত্তরপশ্চিম সিরিয়ায় একটি সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করেছে। অভিযানে মার্কিন বাহিনীর কেউ হতাহত হয়নি। আরও তথ্য পাওয়ার পর সেগুলো জানানো হবে।” আতমাহর বাসিন্দারা জানিয়েছেন, তুরস্কের সীমান্তের কাছে ঘনবসতিপূর্ণ একটি এলাকায় মধ্যরাতে অভিযানটি চালানো হয়। সেখানে কয়েক লাখ সিরীয় উদ্বাস্তু অস্থায়ী শিবির ও জনাকীর্ণ আবাসনগুলোতে বসবাস করছে। সেখানে কোনো জঙ্গি নিহত হয়েছে বলে খবর পাওয়া যায়নি, কিন্তু অভিযান চলাকালে ব্যাপক গোলাগুলি হয়েছে বলে বাসিন্দারা জানিয়েছেন। এতে অভিযান প্রতিরোধের চেষ্টা করা হয়েছে, এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে বলে রয়টার্স জানিয়েছে। ডেইলি সাবাহ, রয়টার্স।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন