বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

আফগানিস্তানে কয়লা খনিতে বিস্ফোরণ, ১০ শ্রমিক নিহত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ ফেব্রুয়ারি, ২০২২, ১০:৫২ এএম

আফগানিস্তানে কয়লা খনিতে দুর্ঘটনায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। নিহতরা সবাই খনি শ্রমিক। দেশটির উত্তরাঞ্চলীয় বাগলান প্রদেশে একটি ভূগর্ভস্থ খনিতে দুর্ঘটনার পর শ্রমিকরা সেখানে আটকা পড়েন এবং প্রাণহানির এই ঘটনা ঘটে।

এক আফগান কর্মকর্তার বরাত দিয়ে বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।
বাগলান প্রদেশের তথ্য পরিচালক আসাদুল্লাহ হাশেমি জানিয়েছেন, গত বুধবার ওই কয়লা খনিতে মোট ১৩ জন শ্রমিক কাজ করছিলেন। পরে সেখানে এক দুর্ঘটনায় তারা আটকা পড়েন। পরে তাদের মধ্যে মাত্র তিনজন জীবিত বের হয়ে আসতে সক্ষম হন।
এএফপি বলছে, আফগানিস্তানের খনি শিল্পে নজরদারির ব্যবস্থা খুবই কম এবং এ কারণে সেখানে খনি দুর্ঘটনার বিষয়টি খুবই সাধারণ।
স্থানীয় আদিবাসী গোষ্ঠীর জ্যেষ্ঠ এক সদস্য জানিয়েছেন, গত বছরের আগস্টের মাঝামাঝি সময়ে তালেবান ক্ষমতা দখলের পরই অনেক অভিজ্ঞ শ্রমিক আফগানিস্তান ছেড়ে চলে গেছেন এবং তাদের পরিবর্তে এখন যারা কাজ করছেন তাদের যথেষ্ট প্রশিক্ষণ নেই।
২০২০ সালের জুন মাসে উত্তরাঞ্চলীয় সামানগান প্রদেশে ভূগর্ভস্থ খনির ভেতরে গ্যাস বিস্ফোরণের কারণে বেশ কয়েকজন শ্রমিক নিহত হয়েছিলেন। এর বছরখানেক আগে, বাদাকশান প্রদেশের একটি স্বর্ণখনিতে ধসের ঘটনায় কমপক্ষে ৩০ শ্রমিক প্রাণ হারিয়েছিলেন। সূত্র : এএফপি

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন