শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

পুতিন-শির বৈঠক আজ, গুরুত্ব পাবে নিরাপত্তা ইস্যু

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৪ ফেব্রুয়ারি, ২০২২, ১২:১১ পিএম

ইউক্রেনের অচলাবস্থার মধ্যেই বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি চিনফিং এর সঙ্গে সরাসরি বৈঠকে বসতে যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আজ শুক্রবার এই বৈঠক হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসি।

শীতকালীন অলিম্পিকের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিতে প্রায় দুই বছর পর বেইজিং সফর করছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ধারণা করা হচ্ছে, দুদেশের মধ্যে ইউক্রেন ইস্যুতে বিস্তারিত আলোচনা হতে পারে। পশ্চিমাদের সঙ্গে উত্তেজনার কারণেই চীন ও রাশিয়ার এই ঘনিষ্ঠতা বলে মনে করছেন বিশ্লেষকরা।

চীনের উহানে প্রথম করোনা শনাক্ত হওয়ার পর লকডাউনের আওতায় আনা হয় দেশটির প্রধান শহরটিকে। ফলে ২০২০ সালের জানুয়ারিতে যখন চীনে করোনা প্রকট আকার ধারণ করে, তারপরে দেশ থেকে বের হননি শি চিনফিং।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন