শুটিং করতে গিয়ে উড়ন্ত ড্রোন ক্যামেরার আঘাতে গুরুতর আহত হয়েছেন ছোট পর্দার অভিনেত্রী মুমতাহিনা টয়া। গত বৃহস্পতিবার উত্তরার ৫ নম্বর সেক্টরে ভালোবাসা দিবস উপলক্ষে নির্মাণাধীন ‘ক্লোজআপ কাছে আসার গল্প’ ক্যাম্পেইনের একটি নাটকের শুটিং করছিলেন টয়া। শুটিংয়ের প্রয়োজনে নাটকটির সেটে ড্রোন উড়ানো হয়েছিল। শট নেওয়ার এক পর্যায় ড্রোনটি ছুটে এসে টয়ার চোখের উপর পড়লে তিনি পড়ে যান। এতে তার কপাল মারত্মকভাবে কেটে যায়। তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নেয়া হয়। কাটা জায়গায় ১০টি সেলাই পড়ে। বর্তমানে তিনি বিশ্রামে আছেন বলে তার স্বামী শাওন জানান।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন