শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

গণস্বাস্থ্য কেন্দ্রে ১২ হাজার টাকায় হবে ক্যান্সার চিকিৎসা

সেমিনারে জাফরুল্লাহ চৌধুরী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৬ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০১ এএম

ক্যান্সার চিকিৎসায় নুতুন আশার আলো নিয়ে এসেছে গণস্বাস্থ্য নগর হাসপাতাল। এখন থেকে বিশ্বখ্যাত সর্বাধুনিক পদ্ধতি আইসোটোপ বিহীন ইলেক্ট্রনিক ব্রাকিথেরাপিতে সাশ্রয়ী খবরচে ক্যান্সার চিকিৎসা করবে এ হাসপাতাল। এতে মোট খরচ লাগবে মাত্র ১২ হাজার টাকা।

বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে গতকাল এক সেমিনারে সভাপতির বক্তব্যে এ কথা বলেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। সেমিনারের আয়োজন করে গণস্বাস্থ্য নগর হাসপাতাল। এসময় ক্যান্সার চিকিৎসার নতুন দিগন্তের নানা দিক তুলে ধরে প্রতিষ্ঠানটি।
ক্যান্সার চিকিৎসায় নতুন সম্ভাবনা তুলে ধরে সেমিনারে বলা হয়, প্রচলিত ব্রাকিথেরাপিতে ক্যান্সার টিস্যুর ভেতর রেডিওএ্যাক্টিভ সর্সো দিয়ে ক্যান্সারের চিকিৎসা করা হয়। এগুলো রেডিওনিউক্লিয়াইড হিসেবে পরিচিত। এই সর্সোগুলি খুব উচ্চ মাত্রার বিকিরন ঘটায়। ইন্টরন্যাশনাল কডমিশন অন রেডিয়েশন প্রটেকশনে সম্প্রতি এক গবেষনায় প্রকাশ পেয়েছে যে উচ্চ মাত্রার বিবিরনের ফলে কম করে হলেও ৫০০টি দুর্ঘটনা ঘটেছে এবং তাতে প্রানহানি ঘটছে। রেডিওএ্যাক্টিভ সর্সো ব্যাবহারের ভিত্তিতে ব্রাকিথেরাপি দুই রকম আছে। একটি প্রচলিত রেডিওনিউক্লিয়াইড যুক্ত। অন্যটি রেডিওনিউক্লিয়াইড মুক্ত বিকিরন নিরাপদ ইলেক্ট্রনিক ব্রাকিথেরাপি যা ক্যান্সার চিকিৎসায় নিরাপত্তা ও কার্যকারিতায় নব দিগন্ত উন্মোচন করেছে। ইলেক্ট্রনিক ব্রাকিথেরাপিতে এক্সরে রশ্মি দ্বারা নিরাপদে চিকিৎসা করা হয়। এই ধরনের ব্রাকিথেরাপি দ্বারা পার্শ্ববর্তী স্বাস্থ্যবান টিস্যুকে কোনভাবে ক্ষতিগ্রস্থ না করে শরীরের প্রায় যে কোন স্থানের ক্যান্সার চিকিৎসা করা যায়, যেমন স্তন ক্যান্সার, নন মেলানোমা চর্ম ক্যান্সার, জরায়ূসহ গাইনোকোলজিকাল ক্যান্সার, প্রোস্টেট ক্যান্সার, প্যানক্রিয়েটিক, অন্ত্র, পায়ুপথ ও মস্তিস্কের ক্যান্সার ইত্যাদি। ক্যান্সার রোগীদের সুবিধার কথা ভেবে নগর গণস্বাস্থ্য হাসপাতালে এই সর্বাধুনিক পদ্ধতির ক্যান্সার চিকিৎসা ব্যাবস্থা ইলেক্ট্রনিক ব্রাকিথেরাপিতে চিকিৎসা করা হবে।
সভাপতির বক্তব্য ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ক্যান্সার হলে একজনের মৃত্যু ঘটে না, পুরো পরিবারের মৃত্যু ঘটে। জায়গা জমি বিক্রি করে দিতে হয়। চিকিৎসা ব্যায়ের তুলনায় সাময়িক নিরাময় হলেও পূর্ণাঙ্গ নিরাময় হয় না। আগে ক্যান্সার চিকিৎসার পদ্ধতি অনেকটা জটিল ছিল কিন্তু বর্তমানে নতুন প্রযুক্তিতে যে মেশিন আবিষ্কার হয়েছে সেটাই ক্যান্সার চিকিৎসা সহজ হয়েছে। নতুন এই মেশিনে কোন সোর্স ব্যবহার করতে হয় না। ডিস্পোজালের ঝামেলা নেই। সময় কম লাগে। এটা বাংলাদেশের প্রথম মেশিন। আমাদের গণস্বাস্থ্য হাসপাতালে কেমোথেরাপির ব্যবস্থা আছে, সার্জিক্যাল অনকোলজির ব্যবস্থা আছে, এখনতো ব্রেকিথেরাপির ব্যবস্থাও এসেছে এবং আমাদের এখানে বোনমেরু রিপ্লেসমেন্টের ব্যবস্থাও নিয়েছি।
সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, গণস্বাস্থ্য নগর হাসপাতালে ক্যান্সার বিভাগের কোওর্ডিনেটর ডা. সামিম উল মওলা, প্রেজেন্টেশন উপস্থাপন করেন গণস্বাস্থ্য নগর হাসপাতালে ক্যান্সার বিভাগের প্রধান অধ্যাপক ডা. খোরশেদ আলম, জাতীয় ক্যান্সার ইন্সটিটিউট সাবেক পরিচালক ও গণস্বাস্থ্য কেন্দ্রের ক্যান্সার বিভাগের উপদেষ্টা অধ্যাপক ডা. এম এ হাই, জাতীয় ক্যান্সার ইন্সটিটিউট সহযোগী অধ্যাপক হাবিবউল্লাহ তালুকদার রাসকিন, বাংলাদেশ হেলথ রিপোর্টারস ফোরামের সভাপতি রাশেদ রাব্বি, ইতালি থেকে জুমে অংশ নেন দক্ষিণ এশিয়ার জপ্টের প্রধান পিয়ারে ফ্রান্সেসকো, গণস্বাস্থ্য কেন্দ্রের কার্ডিওলজি বিভাগে সহযোগি অধ্যাপক সাইদ-উজ জামান অপু প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (3)
عمر فاروق ৬ ফেব্রুয়ারি, ২০২২, ৬:৪১ এএম says : 1
جزاكم الله خيرا
Total Reply(0)
Md Moaggem Hossain ৬ ফেব্রুয়ারি, ২০২২, ৭:১৪ এএম says : 1
Salut Janai akattorar birsenani apnak akhono ai Khudrodeshtir Sahay samblehin manushgulor Katha vabar Janna.
Total Reply(0)
শামিম আহমেদ ৬ ফেব্রুয়ারি, ২০২২, ৯:৩২ এএম says : 1
ডা.জাফরুল্লাহ চৌধুরী স্যারের জন্য রইল হৃদয় উজাড় করা শ্রদ্বা,ভালোবাসা ও দোয়া...।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন