জম্মু-কাশ্মীরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে তিন পাকিস্তানি মাদক কারবারি নিহত হয়েছেন। একজন জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে এমনটি জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, আজ রোববার ভোরে জম্মু-কাশ্মীরের সাম্বা সেক্টরে পাকিস্তানি মাদক কারবারির সঙ্গে বিএসএফের গোলাগুলি হয়। এতে তিন মাদক কারবারি নিহত হন। তাঁদের কাছ থেকে ৩৬ প্যাকেট হেরোইন পাওয়া গেছে।
বিএসএফের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল এস পি এস সান্ধু বার্তা সংস্থা পিটিআইকে বলেন, ভোর আড়াইটার দিকে চোরাকারবারিদের লক্ষ্য করে বিএসএফ। ওই এলাকায় তল্লাশি অভিযান চলছে। সূত্র : এনডিটিভি
মন্তব্য করুন