প্রশ্নের বিবরণ : মহিলারা চিরুনি দিয়ে মাথায় আচরানোর পর যে চুলগুলো চিরুনির সাথে চলে আসে, সেই চুলগুলো সংরক্ষণ করলে কিছুদিন পর কিছু চুল জমা হয়। সেই চুলগুলো বিক্রি করা অথবা ওই চুলগুলো দিয়ে ফেরিওয়ালা থেকে কিছু খাদ্যদ্রব্য অথবা ব্যবহারযোগ্য কিছু ক্রয় করা যাবে কি?
উত্তর : যাবে না। এভাবে চুল বিক্রয় করে টাকা লওয়া বা বিনিময়ে কোনো জিনিষ লওয়া জায়েজ নয়। কারণ, মানুষ নিজের চুলের মালিক নয়। এসবের মালিক আল্লাহ। মাটিতে ফেলে দিলে এসব মাটিতে মিশে যায়। কিন্তু এসব নিজে কোনো কিছু তৈরি করে ব্যবহার করা বা বিক্রি করার অধিকার মানুষের নেই। অতএব, জায়েজ হবে না। চুল প্রাথমিকভাবে সংরক্ষণ করলেও শেষ পর্যন্ত মাটিতে ফেলে দিতে হবে।
উত্তর দিয়েছেন : আল্লামা মুফতি উবায়দুর রহমান খান নদভী
সূত্র : জামেউল ফাতাওয়া, ইসলামী ফিক্হ ও ফাতওয়া বিশ্বকোষ।
প্রশ্ন পাঠাতে নিচের ইমেইল ব্যবহার করুন।
inqilabqna@gmail.com
মন্তব্য করুন