শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

ডার্বি জিতে শিরোপা লড়াই জমিয়ে দিল মিলান

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৭ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০৪ এএম

চ্যাম্পিয়নদের বিপক্ষে দারুণ প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলল লাইপজিগ। দুবার পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়াল তারা। তবে দুর্ভাগ্যবশত আবারও পিছিয়ে পড়ার পর আর সমতায় ফিরতে পারল না দলটি। নাটকীয় জয়ে বুন্ডেসলিগার পয়েন্ট তালিকার শীর্ষস্থান আরও মজবুত করল বায়ার্ন মিউনিখ। গতপরশু রাতে আলিয়াঞ্জ অ্যারেনায় লিগ ম্যাচটি ৩-২ গোলে জিতেছে বায়ার্ন। দুই দফায় সমতা টানার পর ইয়োশকো গভারদিওলের আত্মঘাতী গোলে হেরেছে লাইপজিগ।

দ্বাদশ মিনিটে রবের্ত লেভান্দোভস্কির শট গোলরক্ষক ঝাঁপিয়ে ঠেকালেও দলকে বিপদমুক্ত করতে পানেননি। আলগা বল ফাঁকায় পেয়ে সহজেই জালে পাঠান টমাস মুলার। ২৭তম মিনিটে খুব কাছ থেকে স্কোরলাইন ১-১ করেন আন্দ্রে সিলভা। ৪৪তম মিনিটে লেভান্দোভস্কিই দলকে আবার এগিয়ে নেন। বাঁ দিক থেকে কোমানের ক্রসে হেডে আসরের ২৪তম গোলটি করেন এবারের লিগে এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা। দ্বিতীয়ার্ধের অষ্টম মিনিটে দ্বিতীয় দফায় সমতায় ফেরে সফরকারীরা। সতীর্থের দারুণ থ্রু বল ধরে ডি-বক্সে ঢুকে নিচু শটে মানুয়েল নয়ারকে পরাস্ত করেন ফরাসি মিডফিল্ডার ক্রিস্টোফার এনকুকু। তবে সমতায় ফেরার স্বস্তি ছয় মিনিট পরই উবে যায় তাদের। ডান দিক থেকে নিচু কোনাকুনি শট নেন সের্গে জিনাব্রি, ঠেকাতে পা বাড়ান ডিফেন্ডার গভারদিওল। তার পায়ে লেগে বল উঁচু হয়ে দূরের পোস্ট দিয়ে জালে জড়ায়। ঠেকানোর কোনো সুযোগই পাননি গোলরক্ষক।
বরুশিয়া মনশেনগ্লাডবাখের বিপক্ষে হেরে নতুন বছর শুরুর পর এই নিয়ে লিগে টানা তিন ম্যাচ জিতল বায়ার্ন। ২১ ম্যাচে ১৭ জয় ও এক ড্রয়ে ৫২ পয়েন্ট নিয়ে শীর্ষে তারা। এক ম্যাচ কম খেলা বরুশিয়া ডর্টমুন্ড ৪৩ পয়েন্ট নিয়ে আছে দুইয়ে। গতবারের রানার্সআপ লাইপজিগ ২১ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে আছে।
একই রাতে নগর প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে প্রথমার্ধের সাদামাটা পারফরম্যান্সের মাঝে গোল হজম করে বসল এসি মিলান। বিরতির পর কেটে গেল অনেকটা সময়। চোখ রাঙাচ্ছিল পরাজয়, লিগ শিরোপার লড়াইয়ে বড় ব্যবধানে পিছিয়ে পড়ার ধাক্কাও। সেই সময়ে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়াল তারা। অলিভিয়ে জিরুদের জোড়া গোলে অসাধারণ জয়ে সিরি ‘আ’র শীর্ষস্থানের লড়াইটা জমিয়ে তুলল স্তেফানো পিওলির দল। সান সিরোয় সিরি ‘আ’র ম্যাচে ইন্টার মিলানকে ২-১ গোলে হারিয়েছে এসি মিলান। ইভান পেরিসিচের গোলে পিছিয়ে পড়ার পর শেষ দিকে তিন মিনিটের মধ্যে দুই গোল করে ব্যবধান গড়ে দেন জিরুদ।
দারুণ এই জয়ের পর লিগ টেবিলে ইন্টারের সঙ্গে ১ পয়েন্টের দূরত্বে উঠে এসেছে মিলান। ২৩ ম্যাচে ১৬ জয় ও পাঁচ ড্রয়ে ৫৩ পয়েন্ট নিয়ে শীর্ষে সিমোনে ইনজাগির দল। মিলানের পয়েন্ট ৫২, অবশ্য তারা এক ম্যাচ বেশি খেলেছে। গত নভেম্বরে আসরে প্রথম লেগে দুই দলের মুখোমুখি লড়াইটি ১-১ গোলে ড্র হয়েছিল।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন