শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

১১ ট্রলারসহ ১৪৪ জেলে উদ্ধার

পাথরঘাটা (বরগুনা) থেকে : | প্রকাশের সময় : ৭ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০৩ এএম

পাথরঘাটা থেকে দক্ষিণ বঙ্গোপসাগর ও সুন্দরবন সংলগ্ন এলাকায় দমকা হাওয়ার কবলে পড়ে ডুবে যাওয়া ট্রলারের মধ্যে একদিন পর ১১ ট্রলার সহ ১৪৪ জন জেলে উদ্ধার করা হয়।
গতকাল রোববার বেলা ১১ টার দিকে বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতি ও সুন্দরবনের দুবলার চর ফিসারম্যান গ্রুপের সার্বিক মনিটরিংয়ে ওই জেলেদের উদ্ধার করা হয়। গত শুক্রবার সুন্দর বন সংলগ্ন বঙ্গোপসাগরের বিভিন্ন স্থানে ঝড়ের কবলে পরে ২৫ টি জেলে ট্রলার ডুবে যায়। ওই ট্রলার ডুবির ঘটনায় ২৭ জেলে নিখোঁজ হয় বলে জেলে ট্রলারমালিক সমিতি সূত্রে প্রকাশ করা হয় । গত শনিবার সন্ধ্যার পরে ডুবে যাওয়া ট্রলারের দুইজন জেলের মৃতদেহ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া নিহত মামুন শেখের বাড়ি বাগেরহাটের চিতলমারী উপজেলায় এবং ইসমাইল শেখের বাড়ি পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার জানখালী এলাকার বাসিন্দা। মামুন শেখ ছিলেন এফবি মা-বাবার দোয়া ট্রলারে এবং ইসমাইল শেখ ছিলেন এফবি জামিলা খাতুন নামক মাছধরা ট্রলারে। ঝড়ে তাণ্ডবে সমুদ্রবক্ষে উল্টে যাওয়ায় মামুন ও ইসমাইল ট্রলারের পাটাতনের মধ্যে ঢুকে যায় বলে ট্রলার মালিক সমিতি জানান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন