বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

খেলাধুলা

হেরেও নায়ক ক্রেমার

প্রকাশের সময় : ৩ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : হারারেতে কি দুর্দান্ত শেষ দিনই না উপহার দিল জিম্বাবুয়ে। প্রথম সেশনে ৭৪ রানে ৫ উইকেট হারানো দল ম্যাচ নিয়ে গেল দিনের শেষ প্রান্তে। নবম উইকেটে স্বাগতিকদের ১৯ ওভারের প্রতিরোধ ভেঙে জয় ছিনিয়ে নেয় শ্রীলঙ্কা। লঙ্কানদের ২২৫ রানের জয়টা বিশাল মনে হতে পারে, কিন্তু এই ব্যবধান দিয়ে পুরো ম্যাচের চিত্রায়ণ সম্ভব নয়। শততম টেস্ট ম্যাচের বর্ণিল বেদনাকাব্য জিম্বাবুয়ানদের পাওয়া একটাই, অধিনায়ক গ্রেইগ ক্রেমারের ম্যাচ সেরার পুরস্কার। আগের দিন বৃষ্টির বাধা। লঙ্কানদের দ্বিতীয় ইনিংসের সংগ্রহ তখন ৬ উইকেটে ২৪৭। ততক্ষণে লিড হয়ে গেছে ৪১১ রানের। গতকাল শেষ দিনে তাই স্বাগতিক অধিনায়ককে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান লঙ্কান অধিনায়ক। মধ্যাহ্ন বিরতির আগেই ৭৪ রানে ৫ উইকেট হারিয়ে বসে গ্রাইম ক্রেমারের দল। সেই দল যে লড়াইটা দিনের শেষ সময় পর্যন্ত নিয়ে যেতে পাল তা শুধুমাত্র প্রথম ইনিংসের নায়ক ক্রেমারের কল্যাণে। কার্ল মুম্বাকে নিয়ে নবম উইকেটের সেই প্রতিরোধের নেতৃত্বে ছিলেন প্রথম ইনিংসে আট নম্বরে নামা এই অপরাজিত সেঞ্চুরিয়ানই।  দল গুটিয়ে যায় ১৮৬ রানে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন