শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

গাজী টায়ার্স ক্রিকেটার্স হান্ট ২২ জন পেলো স্কলারশিপ

প্রকাশের সময় : ৩ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা :  সাকিব, মুমিনুলদের ক্রিকেট গুরু সালাউদ্দিনকে কোচ হিসেবে পেয়ে গাজী  গ্রুপ  চিরুনি অভিযান দিয়ে একদল মেধাবী ক্রিকেটার খুঁজে পেয়েছে। দেশব্যাপী গাজী টায়ার্স ক্রিকেটার্স হান্ট কর্মসূচির  প্রথম পর্যায়ে ২৫ হাজার  আবেদনপত্র  এবং ১৫,০৩৪ অংশগ্রহনকারীর মধ্য থেকে  বাছাইকৃত ৬৮ জন ক্রিকেটারকে নিয়ে বিকেএসপিতে অনুষ্ঠিত বুট ক্যাম্পে ২২ মেধাবী ক্রিকেটার খুঁজে পেয়েছে গাজী টায়ার্স। এই ২২ ক্রিকেটারের মধ্যে সেরা ব্যাটসম্যান হয়েছেন হুমায়ুন, সেরা পেস বোলার রাজা, সেরা স্পিন বোলার জায়েদ, সেরা উইকেটকিপার হাসিব। বাছাইকৃত ২২ ক্রিকেটারের সবাই ১ বছরের জন্য ‘ গাজী গোলাম দস্তগীর ক্রিকেট স্কলারশিপ’ পেয়েছে। তারা সবাই পাবে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে ক্রিকেট কিট সেট। তাদর সবার সঙ্গে  ৪ বছরের ক্রিকেটীয় চুক্তিও হয়ে গেছে প্রতিষ্ঠানটির। বাছাই থেকে  সেরা ৪ মেধাবী ক্রিকেটার পাবে দেশের বাইরে অনুষ্ঠিত বাংলাদেশ  ক্রিকেট দলের বিভিন্ন সিরিজ দেখার সুযোগ। গতকাল জমকালো এক অনুষ্ঠানে  এই ২২ ক্রিকেটারকে হাজির করেছে গাজী টায়ার্স।  এই অনুষ্ঠানে  গাজী গ্রুপের চেয়ারম্যান  গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক এমপি বাংলাদেশের ক্রিকেটকে আরো উঁচুতে নিয়ে যেতে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন।  গাজী গ্রুপের পরিচালক গাজী গোলাম মোর্তজা পাপ্পা ভবিষ্যত জি টি ভি ক্রিকেট সহ অন্যান্য সকল খেলাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিবে বলে জানিয়েছেন। গাজী গ্রুপের ডিএমডি গাজী গোলাম আশরিয়া বাপ্পি দেশের আনাচে কানাচে থেকে সংগ্রামী ক্রিকেটার খুজে বের করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এমপি।  

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন