কুড়িগ্রাম জেলা সংবাদদাতা : ‘বাংলাদেশে এমন কোন গোরস্থান নেই যে সেখানে বিএনপির নেতাকর্মীর কবর পাওয়া যাবে না। আওয়ামী সরকারের হাতে গুম-খুন ও অত্যাচার-নির্যাতনের শিকার হয়ে মানসিক যন্ত্রণায় বিএনপির হাজার হাজার নেতাকর্মী অকালে প্রাণ হারিয়েছেন’। এ সরকার ভোটে নির্বাচিত না। তাই জরুরিভাবে সবার সাথে আলোচনা করে নির্বাচন কমিশন গঠন ও নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন দিন। বুধবার কুড়িগ্রাম জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক ও নাগেশ্বরী উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক শ্রমিক নেতা মহির উদ্দিনের কবর জেয়ারত ও দোয়া ও অনুষ্ঠানে তার বাড়ির আঙ্গিনায় উপরোক্ত কথাগুলো বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এ সময় বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, জেলা বিএনপি সভাপতি তাসভির-উল ইসলাম, কেন্দ্রীয় শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা ও উপজেলা বিএনপির সভাপতি গোলাম রসুল রাজা এবং সম্পাদক মোখলেছুর রহমানসহ অঙ্গসংগঠনের শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ৩০ মে রাতে দুর্ঘটনায় শ্রমিক নেতা মহির উদ্দিন নিহত হন ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন