ভারতে বয়কটের মুখে পড়েছে বৈদেশিক কোম্পানি। এর মধ্যে রয়েছে-গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান হুন্দাই ও কিয়া এবং চেইন ফুড শপ কেএফসি ও পিৎজা হাট। কাশ্মীর দিবস সমর্থন দেওয়ায় কোম্পানিগেুলোকে বয়কটের মুখে পড়তে হয়েছে। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। শনিবার কাশ্মীর দিবসে কাশ্মীরিদের পাশে থাকার অঙ্গীকার ও স্বাধীনতার দাবিতে সমর্থন জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছিল পাকিস্তানের কেএফসি, পিৎজা হাট, হুন্দাই ও কিয়া। এরপর ভারতজুড়ে শুরু হয় প্রতিক্রিয়া। কুইক সার্ভিস রেস্টুরেন্ট চেইন কেএফসি, পিৎজা হাট তাদের টুইটার, ফেসবুক ও ইনস্টাগ্রামে কাশ্মীর সলিডারিটি ডে এবং রাইট টু ফ্রিডম সেøাগানে কাশ্মীরিদের পাশে থাকার ও অব্যাহতভাবে সহযোগিতা করার আশ্বাস জানিয়ে পোস্ট দেয়। এ ছাড়া কাশ্মীরিদের আত্মত্যাগ বৃথা যাবে না বলে পোস্ট দেয় বহুজাতিক প্রতিষ্ঠান কোরিয়ান গাড়ি নির্মাতা হুন্দাই ও কিয়া। এরপর ভারতজুড়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও টুইটারে শুরু হয়েছে হ্যাশট্যাগ বয়কট কিয়া মটরস, হ্যাশট্যাগ বয়কট কেএফসি এবং হ্যাশট্যাগ হুন্দাই উইথ টেরোরিস্ট মুভমেন্ট। যদিও সোমবার ভারতে পরিচালিত কেএফসি কাশ্মীরিদের পক্ষে পোস্ট দেওয়া নিয়ে ক্ষমা চেয়েছে। টিওআই।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন