শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

ইসলামী বিশ্ব

এরদোগানকে ধন্যবাদ জানালেন ন্যাটো প্রধান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০৫ এএম

ন্যাটোর সেক্রেটারি জেনারেল জেনস স্টলটেনবার্গ তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোগানকে ধন্যবাদ জানিয়েছেন। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান উত্তেজনা নিরসনে সরাসরি কাজ করায় সোমবার টুইট করে এরদোগানকে ধন্যবাদ জানান ন্যাটো সেক্রেটারি। টুইটে জেনস স্টলটেনবার্গ বলেন, রাশিয়া-ইউক্রেন সমস্যা সমাধানে ব্যক্তিগতভাবে এগিয়ে যাওয়ায় ও রাজনৈতিকভাবে সমস্যা সমাধানের চেষ্টা করায় আমি এরদোগানকে ধন্যবাদ জানিয়েছি। ইউক্রেনের প্রতি তুরস্কের যে সমর্থন রয়েছে সেটিকে আমরাও সমর্থন জানিয়েছি। এরপর তুরস্কের পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে। সেই বিবৃতিতে জানানো হয় এরদোগান ও স্টলটেনবার্গ ফোনে কথা বলেন। দুই নেতা আঞ্চলিক বিষয় নিয়ে কথা বলেন। বিশেষ করে রাশিয়া ও ইউক্রেন নিয়ে তাদের মধ্যে কথা হয়। এদিকে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান সমস্যা দূর করতে গত সপ্তাহে ইউক্রেন সফরে যান তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোগান। ২০২১ সালের শেষ দিক থেকে ইউক্রেন সীমান্তে সেনা মোতায়েন করে রেখেছে রাশিয়া। আশঙ্কা করা হচ্ছে যে কোনো সময় যুদ্ধে জড়িয়ে পড়তে পারে দুই দেশ। ডেইলি সাবাহ।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
সাইফুল ইসলাম ৯ ফেব্রুয়ারি, ২০২২, ২:৪৭ এএম says : 0
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোগানকে ধন্যবাদ
Total Reply(0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন