রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

ভারতের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ফ্লাইটে বাংলাদেশের সিনেমা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৯ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০৭ এএম

ভারতের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ফ্লাইট ‘এয়ার ইন্ডিয়া ওয়ান’-এ স্থান পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘গন্ডি'। আগামী মার্চ থেকে বিশেষ এই বিমানে দেখা যাবে সিনেমাটি। বিষয়টি জানিয়েছেন, সিনেমাটির পরিচালক ফাখরুল আরেফীন খান। প্রথমবারের মতো কোনো বাংলাদেশী সিনেমা স্থান পেলো বিশেষ এই বিমানে। রোমান্টিক-ড্রামা ঘরানার চলচ্চিত্রটির কাহিনী ৫৫ ও ৬৫ বছর বয়সী দুজন নারী-পুরুষের গল্প নিয়ে। অবসরে থাকা এই বয়সে দুজন নারী-পুরুষের বন্ধুত্ব কেমন হয়, পরিবার ও আশপাশের মানুষ বিষয়টিকে কীভাবে নেয়, তাই উঠে এসেছে চলচ্চিত্রটিতে। এর প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের ফেলুদাখ্যাত সব্যসাচী চক্রবর্তী, সুবর্ণা মুস্তাফা, অপর্ণা ঘোষ, মাজনুন মিজান প্রমুখ। সিনেমাটি ২০২০ সালের ৭ ফেব্রæয়ারি বাংলাদেশে মুক্তি পায়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন