বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

পাঁচ শ’ কোটি ডলারের বিটকয়েনসহ আটক ২

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০৫ এএম

পাঁচশ’ কোটি ডলার সমমূল্যের চোরাই বিটকয়েন জব্দ করেছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। একই সঙ্গে অর্থ পাচারের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন দু’জন। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে প্রায় এক লাখ ২০ হাজার বিটকয়েন উদ্ধার করেছে মার্কিন কর্তৃপক্ষ। বিবিসি জানিয়েছে, বিটকয়েনগুলো একটি ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ হ্যাকিংয়ের মাধ্যমে চুরি করা হয়েছিল ২০১৬ সালে। সে সময় ওই এক লাখ ২০ হাজার বিটকয়েনের বাজার মূল্য ছিল সাত কোটি ১০ লাখ ডলার। গ্রেপ্তারকৃত দু’জন হলেন ৩৪ বছর বয়ষ্ক ইলইয়া লিখটেনস্টাইন ও তার স্ত্রী ৩১ বছর বয়সী হিদার মর্গান। এরা দু’জন রাশিয়ান বংশোদ্ভুত মার্কিন নাগরিক বলে প্রতিবেদনে উল্লেখ করেছে রয়টার্স। ২০১৬ সালে হ্যাকিংয়ের শিকার হয়েছিল ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বিটফিনেক্স। ওই ঘটনাতেই প্রতিষ্ঠানটির কাছ থেকে ওই বিপুল পরিমাণ ক্রিপ্টোকারেন্সি চুরির ঘটনা ঘটে। পরের বছরগুলোতে জনপ্রিয়তার সঙ্গে সঙ্গে বেড়েছে বিটকয়েনের দাম। সেই সাত কোটি ১০ লাখ ডলারের বিটকয়েনের বাজারমূল্য এখন পাঁচশ কোটি ডলার। মার্কিন বিচার বিভাগের ইতিহাসে এইটিই সবচেয়ে বড় অঙ্কের অর্থ উদ্ধারের ঘটনা। রেকর্ড পরিমাণ চোরাই বিটকয়েন জব্দ ও সংশ্লিষ্টদের গ্রেপ্তার করতে ওয়াশিংটন ডিসি, নিউ ইয়র্ক, শিকাগো, এবং জার্মানির আনশবাখের তদন্তকারীরা সম্মিলিতভাবে কাজ করেছেন। বিবিসি জানিয়েছে, গ্রেপ্তারকৃত লিখটেনস্টাইন এবং মর্গানের বিরুদ্ধে আদালতে অর্থ পাচার এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতারণার ষড়যন্ত্রের অভিযোগ আনা হবে। দোষী প্রমাণিত হলে ২৫ বছরের কারাদÐ হতে পারে উভয়ের। বিবিসি।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন