ভোলার দৌলতখান উপজেলাকে মেঘনার ভাঙন থেকে রক্ষা করতে ৫২২ কোটি টাকা ব্যয়ে সিসি ব্লক কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার সকালে ভবানীপুর লঞ্চঘাটে দোয়া-মোনাজাতের মধ্যে দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলী আজম মুকুল এমপি।
এসময় এমপি মুকুল বলেন, দৌলতখানবাসীর প্রধান সমস্যা নদী ভাঙন। তাদের দীর্ঘদিনের এ সমস্যা সমাধান করবো বলে আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম। প্রধানমন্ত্রীকে দৌলতখান ও বোরহানউদ্দিনের সর্বস্তরের জনগণের পক্ষ থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি।
উদ্বোধনী অনুষ্ঠানে পৌর মেয়র জাকির হোসেন তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন জাহাঙ্গীরসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন