শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

কুষ্টিয়া খোকসায় মসজিদে ঝুলছে ৮টি মৌচাক

কুষ্টিয়া থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১১ ফেব্রুয়ারি, ২০২২, ২:১৮ পিএম

কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার পদ্মাপাড়ের একটি মসজিদে ঝুলছে ৮টি মৌচাক। গত ৪ বছর ধরে এগুলো বসত গেড়েছে। কোন মুসল্লীকে আক্রমণ করে না এই মৌমাছি। এই চাক থেকে মধু সংগ্রহ করে মসজিদ কর্তৃপক্ষ মধু বিক্রির টাকা দিয়ে ইমাম-মোয়াজ্জিনের বেতনসহ বিদ্যুৎ বিল ও আনুষঙ্গিক খরচ বহন করে চলেছেন। উপজেলার পূর্ব আমবাড়িয়ার মসজিদের এই মৌচাককে আল্লাহর নেয়ামত হিসেবে মনে করেন স্থানীয় মুসুল্লীরা। তাই মৌমাছিদের বিরক্ত করেন না কখনও। উল্লেখ্য, অত্র এলাকায় সরিষার আবাদ ব্যাপক হওয়ায় মৌমাছির আনাগোনাও প্রচুর।

মসজিদের ইমাম হাফেজ মাওলানা আবু জাফর খান বলেন, ‘বছরের কোনো কোনো সময় মৌমাছি উড়ে যায়। তবে ফুলের মৌসুমে আবার ফিরে আসে। কদিন আগেও একটি চাক থেকে মৌমাছি উড়ে গেছে। ওরা আবার আসবে বলে তিন মনে করেন।’

মসজিদের মুয়াজ্জিন মো. মসলেম মন্ডলল জানান, আগে এখানে টিনের ছাউনি দেয়া ছোট মসজিদ ছিল। কাতার চ্যারিটির আর্থিক সহায়তায় ২০১৭ সালে মসজিদের ভবন নির্মাণ করা হয়। স্থানীয় এক ব্যক্তি মাধ্যমে যোগাযোগ করে ২০১৩ সালে দাতা সংস্থাটি মসজিদের জন্য ৯ লাখ টাকা বরাদ্ধ দেয়। টাকা আনার খরচ বাদে মসজিদ কমিটি হাতে পায় ৮ লাখ। এর প্রায় সমপরিমাণ টাকা তোলা হয় স্থানীয় স্বচ্ছল লোকদের কাছ থেকে। এরপর মসজিদের জন্য সুন্দর এ দালান তোলা হয়। তখন থেকেই মৌমাছির দল এসে এখানে চাক বানাতে শুরু করে। কার্নিশের নিচে নিরাপদ জায়গায় মৌচাক হয়েছে ৮টি। কাছাকাছি হওয়ায় চাকগুলো সবার নজরে পড়ে। একেবারে হাতের নাগালে, মসজিদে মুসল্লী ঢুকতে গেলে মৌচাক মাথায় লেগে যাওয়ার উপক্রমও হয়।

তিনি বলেন, ‘মসজিদের সামনের রাস্তায় মোটরসাইকেল, ভ্যানসহ অন্য যান চলাচল করে, শিশুরা খেলে ও পড়ছে। কিন্তু বিরক্ত না করলে মৌমাছিগুলো কাউকে কামড় দেয় না।’

মসজিদ কমিটির সেক্রেটারি বাহার উদ্দিন বলেন, ‘মৌসুমে ১৫ দিন পর পর একটি করে চাক কাটা হয়। ৮০০ টাকা কেজি দরে বেচা হয় মধু। এভাবে বছরে গড়ে ১৫ হাজার টাকা আয় হয়। এই অর্থে মসজিদ পরিচালনা অনেক সহজ হচ্ছে।’

অনেকেই এই মসজিদে মৌমাছির চাক দেখতে দুর দুরান্ত থেকে ছুটে আসে। বর্তমানে মৌমাছির মসজিদ বলে খ্যাতি পাচ্ছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন