রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

অস্কার মনোনয়ন: প্রশংসায় ভাসছে গ্রামীণ নারীদের সংবাদ সংস্থা

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৩ ফেব্রুয়ারি, ২০২২, ১০:৪৬ এএম

ভারতীয় তথ্যচিত্র ‘রাইটিং উইথ ফায়ার’অস্কারে সেরা ডকুমেন্টারি ফিচার ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছে। রিন্টু থমাস এবং সুস্মিত ঘোষ পরিচালিত এই ডকুমেন্টারিতে দলিত নারীদের ‘খবর ল্যাহেরিয়া’ নামে একটি পত্রিকা চালানোর সংগ্রাম উঠে এসেছে।

চলচ্চিত্র জগতে সবচেয়ে বড় সম্মান বলে বিবেচিত অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ৯৪তম আসরের মনোনয়ন তালিকা মঙ্গলবার ঘোষণা করা হয়। আগামী ২৭ মার্চ হলিউডের ডলবি থিয়েটারে মহাসমারোহে এবারের অস্কারের আসর বসার কথা রয়েছে। ভারতের উত্তর প্রদেশ রাজ্যের প্রত্যন্ত অঞ্চলের নিম্নবর্ণের মানুষের কথা তুলে ধরে সংবাদ সংস্থা ‘খবর ল্যাহেরিয়া’ বা সংবাদ তরঙ্গ৷ শুধু নারীদের দ্বারা পরিচালিত এই সংবাদ সংস্থার উপর তৈরি তথ্যচিত্র মঙ্গলবার অস্কার মনোনয়ন পেয়েছে৷

২০ বছর আগে প্রতিষ্ঠিত খবর ল্যাহেরিয়ার কাজ নিয়ে তৈরি তথ্যচিত্রের নাম ‘রাইটিং উইথ ফায়ার'৷ ৯৩ মিনিটের তথ্যচিত্রটি ‘বেস্ট ডকুমেন্টারি ফিচার' বিভাগে মনোনয়ন পেয়েছে৷ ২৭ মার্চ অস্কার জয়ীদের নাম জানা যাবে৷অস্কার মনোনয়ন পাওয়ার সংবাদে খবর ল্যাহেরিয়ার সাংবাদিক মীরা দেবী জানান, ‘‘আমি অনেক খুশি৷ কিন্তু সেটা ভালো করে প্রকাশ করতে পারব না৷’’

তথ্যচিত্রে তাকে খবরের সন্ধানে সাইকেলে করে প্রত্যন্ত অঞ্চলে ঘুরে বেড়াতে দেখা গেছে, স্মার্টফোনে গ্রামবাসীদের কথা রেকর্ড করতে দেখা গেছে৷ উত্তর প্রদেশে দলিতসহ নিম্নবর্ণের মানুষদের প্রায়ই সহিংসতার শিকার হতে হয়৷ ঐ রাজ্যের প্রত্যন্ত এলাকার স্থানীয় নানা বিষয় ও নারীদের কথা তুলে ধরে খবর ল্যাহেরিয়া৷ এই সংবাদ সংস্থার অন্যতম প্রতিষ্ঠাতা কবিতা দেবী বলেন, ‘‘২০ বছরের বেশি সময় ধরে প্রত্যন্ত এলাকা নিয়ে কাজ করার স্বীকৃতি এবং বিশ্বের বিভিন্ন দেশের দর্শকদের ভালোবাসা পেয়ে আমরা গর্বিত৷’’

একটি কৃষিখামার থেকে খবর ল্যাহেরিয়ার কর্মকাণ্ড পরিচালিত হয়৷ সংবাদ সংস্থাটি স্থানীয় নারীদের ফোন ব্যবহার করে সাক্ষাৎকার নেয়ার উপর প্রশিক্ষণ দিয়ে থাকে৷ রিন্টু থমাস ও সুস্মিত ঘোষ পরিচালিত তথ্যচিত্রটি অস্কার মনোনয়ন পাওয়ায় অনেক বলিউড তারকাও অভিনন্দন জানিয়েছেন৷ সূত্র: রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন