শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

স্বর্ণের ক্ষুরে গোঁফদাড়ি কামালে এক শ’ রুপি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০৬ এএম

ব্যবসায়ে ক্রেতার গুরুত্ব সবচেয়ে বেশি। সে কারণে সব সময় ক্রেতার কথাই মাথায় রাখতে হয় ব্যবসায়ীদের। ক্রেতা টানতে দোকানিরা কত কী না করেন। দোকান ঝকঝকে রাখা, নানা রকম অফার দেওয়া সবই আসলে ক্রেতা টানার জন্যই। তবে ক্রেতা টানতে পুণের একটি সেলুনের মালিক যে পথ বেছে নিয়েছেন তা এক কথায় অভিনব। ভারতের পুণে সংলগ্ন পিম্পরি চিঞ্চওয়াড় শহরের ওই সেলুনে প্রত্যেক ক্রেতাই ‘স্পেশাল’। ওই সেলুনের মালিক অবিনাশ বরুন্ডিয়ার তেমনই দাবি। আর সেই দাবির পক্ষে প্রমাণও পাওয়া গেল। তার সেলুনে আসা লোকজনের গোঁফদাড়ি কামানোর জন্য একটি স্বর্ণেরক্ষুরই কিনে ফেলেছেন অবিনাশ। ব্যবসা বাড়াতে প্রচার যে অন্যতম হাতিয়ার, তা বুঝিয়ে দিলেন পুণের ওই নাপিত। ক্রেতাদের গোঁফদাড়ি ছাঁটা বা কামানোর কাজে আট তোলা ওজনের স্বর্ণেরক্ষুর ব্যবহার করছেন তিনি। অবিনাশের এই অভিনব ভাবনা বেশ হইচই ফেলে দিয়েছে। আচমকাই প্রচারের আলোয় উঠে এসেছেন তিনি। দেশের নানা সংবাদমাধ্যমে তাকে নিয়ে খবর ছাপানো হচ্ছে। প্রায় ৮০ গ্রাম ওজনের ওই স্বর্ণেরক্ষুরটি কিনতে কত টাকা খরচ হয়েছে? প্রশ্ন করা হলে অবিনাশ জানান, প্রায় চার লাখ রুপি খরচ করে এটা কিনেছেন তিনি। হঠাৎ করে এমন চিন্তা কেন মাথায় এলো? এর জবাবে অবিনাশ বলেন, তার সেলুনে আসা প্রত্যেক ক্রেতাই ‘স্পেশাল’। আর সেটা তাদের উপলব্ধি করাতেই স্বর্ণেরক্ষুর ব্যবহার করা শুরু করেছেন তিনি। তার সেলুনে যে স্বর্ণেরক্ষুর দিয়ে গোঁফদাড়ি কাটা হয় সে কথা ঘটা করে প্রচারও করছেন অবিনাশ। এমনকি সম্প্রতি সেলুনের উদ্বোধনে বিজেপি বিধায়ক গোপীনাথ পডবলকরকেও আমন্ত্রণ জানান তিনি। এমন প্রচারে ফলও পাচ্ছেন অবিনাশ। ধীরে ধীরে তার ব্যবসায়ের প্রসারও বাড়তে শুরু করেছে। টিওআই।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন