শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

রংপুরে কৃষক হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন কারাদন্ড

রংপুর থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ ফেব্রুয়ারি, ২০২২, ৬:৩২ পিএম

রংপুরের তারাগঞ্জে বাচ্চা মিয়া নামে এক কৃষককে হত্যা মামলায় দুই জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার দুপুরে এ রায় ঘোষণা দেন রংপুরের জেলা ও দায়রা জজ মোঃ শাহিনুর। রায় ঘোষণার সময় আসামিরা কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্তরা আসামীরা হলেন তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নের চামটাপাড়া গ্রামের হাফিজার রহমান ও মন্টু মিয়া।
মামলা সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ২১ জানুয়ারি রাতে কৃষক বাচ্চা মিয়াকে জমির বিরোধ মিমাংসার কথা বলে ডেকে নিয়ে যায় আসামিরা। পরে হাফিজার ও মন্টুসহ কয়েকজন মিলে তাকে পিটিয়ে হত্যা করেন।
এ ঘটনায় বাচ্চা মিয়ার স্ত্রী দেলোয়ারা বেগম বাদী হয়ে তারাগঞ্জ থানায় হত্যা মামলা করেন। পুলিশ তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করলে সাক্ষ্য ও জেরা শেষে আসামি হাফিজার রহমান ও মন্টু মিয়াকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। এছাড়া লাশ গুম করার অপরাধে ২০১ ধারায় তিন বছর বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানার আদেশ প্রদান করেন।
আসামিদের যাবজ্জীবন কারাদণ্ডের রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল মালেক।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন