মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

কীর্তনে ঝুমঝুমি বাজিয়ে মাতলেন মোদী

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৬ ফেব্রুয়ারি, ২০২২, ১:১৭ পিএম

শুধু প্রার্থনায় অংশ নেওয়াই নয়, ভক্তদের সঙ্গে ঝুমঝুমি বাজিয়ে কীর্তনেও যোগ দেন ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুঝিয়ে দেন ছন্দ ছন্দে কীভাবে বাজাতে হবে তা। গোটা ঘটনাটি ধরা পড়েছে ক্যামেরায়। সেখানে দেখা যাচ্ছে, প্রথমে একটি সবুজ রঙের ঝুমঝুমি নিজে খানিকক্ষণ বাজালেন মোদী। তারপর বাকিদের বুঝিয়ে দিলেন কীভাবে ছন্দে ছন্দে তা বাজবে। এরপরই মোদীর বাজনার তালে তালে কীর্তন চলতে থাকে।


সন্ত রবিদাস জয়ন্তীতে প্রার্থনায় অংশ নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঝুমঝুমি বাজান।

বুধবার তিনি দেশটির রাজধানী দিল্লির করোল বাগের শ্রী গুরু রবিদাস বিশ্রাম ধাম মন্দিরে প্রার্থনা ও কীর্তনে অংশ নেন।


এদিন সকালে করোল বাগ যাওয়ার আগে মোদী টুইট করে জানান, তার সরকার কীভাবে সন্ত রবিদাসের দেখানো পথে চলছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখতে বদ্ধপরিকর। তিনি বিশ্রাম ধামে যাচ্ছেন, সে কথাও টুইটে লেখেন।

প্রসঙ্গত, পাঞ্জাবে বিধানসভা ভোট ২০ ফেব্রুয়ারি। প্রথমে ১৪ ফেব্রুয়ারি ভোট হওয়ার কথা ছিল। কিন্তু শিখ গুরু সন্ত রবিদাস জয়ন্তী উপলক্ষে তা পিছিয়ে ২০ তারিখ করা হয়। সূত্র: ইন্ডিয়া টুডে, টাইমস অব ইন্ডিয়া, জিনিউজ

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন