শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

ভাই হারালেন আকরাম, কোচ হারালেন তামিম

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৮ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০৫ এএম

চট্টগ্রামের ঐতিহ্যবাহী খান পরিবারের সর্বকনিষ্ঠ সন্তান সাবেক ক্রিকেটার আকবর খান গতকাল বৃহস্পতিবার ভোরে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৫ বছর। তিনি স্ত্রী ও দুই ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। বড় ছেলে আকনাফ খান অনূর্ধ্ব-১৪ চট্টগ্রাম জেলা দলের ক্রিকেটার। জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বিসিবির পরিচালক আকরাম খানের সহোদর আকবর খান। সাবেক জাতীয় ক্রিকেটার নাফিস ইকবাল এবং ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবালের চাচা তিনি। গতকাল বাদ আছর চট্টগ্রাম আউটার স্টেডিয়ামে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। দীর্ঘ কয়েক বছর যাবত আকবর খান কিডনি রোগে ভুগছিলেন।
আকবর খান নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত অবস্থায় নির্মাণ স্কুল ক্রিকেট টুর্নামেন্টে খেলতেন। এছাড়া তিনি চট্টগ্রাম মোহামেডান ও আবাহনীতে খেলেছেন। পরবর্তিকালে কোচ হিসেবে খেলোয়াড় তৈরির কারিগড় হয়েছিলেন তিনি। তার হাতেই প্রথম ক্রিকেটে হাতেখড়ি জানিয়ে তামিম ইকবাল বলেন, ‘আমার প্রথম ক্রিকেট কোচ ছিলেন তিনিই। ক্রিকেটের মৌলিক শিক্ষার অনেকটুকুই আমি পেয়েছিলাম তার কাছ থেকে। ক্রিকেট বলে আমার প্রথম ম্যাচটিও খেলেছিলাম তার তত্ত¡াবধানে। ক্রিকেটের পথে আজ যতদূর আসতে পেরেছি, উনি যত্ন করে ভিত গড়ে দিয়েছিলেন বলেই। মহান আল্লাহ উনাকে জান্নাতবাসী করুন।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
salman ১৮ ফেব্রুয়ারি, ২০২২, ৩:৩৭ এএম says : 0
Inna lillahi........Rajeun. Allah ta k khoma kore Jannath dan korun....ameen
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন