শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

করোনায় আক্রান্ত ডলি জহুর

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২০ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০৩ এএম

বিশিষ্ট অভিনেত্রী ঠান্ডাজনিত অসুস্থতা নিয়ে গত বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন। করোনা পরীক্ষা হলে তার ফলাফল পজেটিভ আসে। তিনি বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন। তার ঘনিষ্টজনরা বলেছেন, ডলি জহুর করোনা পজিটিভ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।তার সঙ্গে দেখা করার ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা আছে। তাই কাউকে অযথা হাসপাতালে ভীড় না করার অনুরোধ জানাচ্ছি। একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর বর্তমানে একমাত্র ছেলে রিয়াসাত অস্ট্রেলিয়াতে বসবাস করেন। দীর্ঘ দুই বছর পর গত মাসে ঢাকায় আসেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন ১৯৭৪-৭৫ সালের দিকে মঞ্চে অভিনয় শুরু করেন। পরে টেলিভিশন নাটকে এবং চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। তিনি ১৬০টির অধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য শঙ্খনীল কারাগার, আগুনের পরশমনি, বিচার হবে, স্বপ্নের ঠিকানা, দীপু নাম্বার টু, রং নাম্বার, নিরন্তর, ঘানি, দারুচিনি দ্বীপ ইত্যাদি। বিটিভিতে প্রচারিত হুমায়ূন আহমেদের এইসব দিনরাত্রি ধারাবাহিকে অভিনয় করে তিনি ব্যাপক দর্শকপ্রিয়তা পান। চলচ্চিত্রে অভিনয়ের জন্য দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে ডলি জহুর। ১৯৯২ সালে শঙ্খনীল কারাগার চলচ্চিত্রে অভিনয়ের জন্য এবং ২০০৬ সালে ঘানি চলচ্চিত্রে অভিনয়ের জন্য এ পুরস্কার পান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন