শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

নাটোরে সম্মেলনকে কেন্দ্র করে আ.লীগের দু-গ্রুপের সংঘর্ষ, আহত-৭

নাটোর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৯ ফেব্রুয়ারি, ২০২২, ১০:০০ পিএম

নাটোর জেলা আওয়ামীলীগের সম্মেলনকে কেন্দ্র করে নাটোর সার্কিট হাউজে স্থানীয় সংসদ সদস্য মো. শফিকুল ইসলাম শিমুল ও জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম রমজান গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় নাটোর পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান চুন্নু, প্রচার সম্পাদক মশিউর রহমান মশিসহ দু’গ্রুপের অন্তত সাতজন আহত হয়েছে। আহতদের নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে। শনিবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে নাটোর সার্কিট হাউজের সামনে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রবিবার নাটোর জেলা আওয়ামীলীগের সম্মেলনে যোগ দিতে কেন্দ্রীয় নেতারা নাটোর সার্কিট হাউসে আসতে থাকে। এসময় স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল ও জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান গ্রুপের নেতাকর্মীরা সার্কিট হাউসে অবস্থান নেয়। পরে শনিবার বিকাল ৬টার দিকে নাটোর সার্কিট হাউসে অবস্থান নিয়ে আওয়ামীলীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। এতে নাটোর পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান চুন্নু, আওয়ামীলীগ নেতা মশিউর রহমানসহ দু’গ্রুপের অন্তত সাতজন আহত হয়েছে।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নেতাকর্মীদের সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনছুর রহমান জানান, জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিলকে কেন্দ্র করে দু'গ্রুপের মধ্যে সংঘর্ষে বাধে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। আহতদের নাটোর সদর হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন