ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর মিউনিখে নিরাপত্তা বিষয়ক সম্মেলনে যোগ দিয়ে বলেছেন যে, বেজিং সীমান্ত চুক্তি লঙ্ঘন করার পর থেকেই ভারতের সাথে চীনের সম্পর্ক ‘কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে’। জযশংকর আরো বলেন, ‘সীমান্তের পরিস্থিতি দুই দেশের সম্পর্ক নির্ধারণ করবে।’ জয়শংকর বলেন, ‘৪৫ বছর ধরে সীমান্তে শান্তি এবং স্থিতিশীলতা ছিল। সীমান্তে কোনও সেনা হতাহত হয়নি। তবে পরিস্থিতির পরিবর্তন হয়েছে। লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলে বদল না আনা নিয়ে চীনের সঙ্গে আমাদের চুক্তি ছিল এবং চীনারা সেই চুক্তি লঙ্ঘন করেছে। এখন সীমান্তের অবস্থা নির্ধারণ করবে সম্পর্কের অবস্থা। এটাই স্বাভাবিক।’ উল্লেখ্য, ২০২০ সালের ১৫ জুন লাদাখের গালওয়ান উপৎয়কায় প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর সংঘর্ষে জড়িয়ে পড়েছিল ভারত ও চীনের সেনা। সংঘর্ষে ২০ জন ভারতীয় জওয়ান নিহত হয়েছিলেন। ভারতীয় সেনার তরফে জানানো হয়েছিল, লাল ফৌজের কমপক্ষে ৪০ জন জওয়ান হতাহত হন। তার পর থেকে একাধিকবার সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা হয়েছে। চীনের সঙ্গে দফায় দফায় কোর কমান্ডার স্তরে বৈঠক করেছে ভারতীয় সেনা। কিন্তু তারপরেও দীর্ঘদিন সীমান্তে শক্তি বাড়িয়ে চলেছে চীন। ভারতও প্রস্তুত আছে সীমান্তে। মোতায়েন করা হয়েছে বাড়তি সেনা। সূত্র : হিন্দুস্তান টাইমস।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন