বগুড়ায় সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে অমর একুশে বইমেলা শুরু হয়েছে। গতকাল রোববার শহীদ খোকন পার্কে মেলার উদ্বোধন করেন কবি ও প্রাবন্ধিক শোয়েব শাহরিয়ার। পরে সেখানে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তৌফিক হাসান ময়নার সভাপতিত্বে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুম আলী বেগ। এছাড়াও বিশেষ অতিথি হয়ে উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আলী হায়দার চোধুরী, জেলা আওয়ামী লীগ সভাপতি মজিবর রহমান মজনু প্রমুখ।
বগুড়ায় শুরু হওয়া অমর একুশে বই মেলা শহরের সাতমাথায় শহীদ খোকন পার্কের সামনের রাস্তায় ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। এবারের বইমেলায় ৬০টি স্টল থাকবে। তাছাড়াও প্রতিদিন থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন। নয়দিনের এই মেলায় সার্বিক সহযোগিতা করবে বগুড়া জেলা প্রশাসন ও জেলা পুলিশ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন