শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম আছে ইসলাম থাকবে

বিবৃতিতে পীর সাহেব চরমোনাই

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২১ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০০ এএম

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই রাষ্ট্রধর্ম ইসলাম নিয়ে চক্রান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেছেন, রাষ্ট্রধর্ম ইসলাম নিয়ে কোনো প্রকার চক্রান্ত সহ্য করা হবে না। রাষ্ট্রধর্ম ইসলাম বাতিল করে বাহাত্তরের সংবিধানে প্রত্যাবর্তনের দাবিকে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চক্রান্ত হিসেবে অভিহিত করেছেন পীর সাহেব চরমোনাই।

গতকাল রোববার এক বিবৃতিতে তিনি বলেন, ৯২ ভাগ মুসলমানের দেশে রাষ্ট্রধর্ম ইসলাম একটি মীমাংসিত বিষয়। এ নিয়ে নতুন করে চক্রান্তের কোনো সুযোগ নেই। রাষ্ট্রধর্ম সংবিধানিকভাবে স্বীকৃত। এ নিয়ে যারা কথা বলছেন, তারা দেশের সংবিধান লঙ্ঘন করছেন। ধর্মীয় রাজনীতি না থাকলে এদেশ আরো বহুগুণে পিছিয়ে পড়ত। কাজেই কোনো কিছু ঘটলেই রাষ্ট্রধর্ম ইসলাম এবং ধর্মীয় রাজনীতির বিরুদ্ধাচরণকারীরা ঘোলা পানিতে মাছ শিকারে ব্যস্ত হয়ে পড়েন। তিনি বলেন, ইসলাম শান্তি ও কল্যাণের ধর্ম। ইসলাম আছে বলেই এদেশে এখনো শান্তি আছে। মুসলমানরা সাম্প্রদায়িক হলে ভারত উপমহাদেশ শাসন করেছেন মুসলিম শাসকগণ। তারা প্রায় ৭০০ বছর এ উপমহাদেশ শাসন করেছেন, তাহলে হিন্দু থাকত না। কাজেই ইসলাম ও মুসলমানরা সবসময়ই শান্তিকামী। যারা অশান্তি সৃষ্টি করে তাদের সাথে ধর্মের কোনো সম্পর্ক নেই।

বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি : এদিকে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় সভাপতি মাওলানা এ কে এম আশরাফুল হক রাষ্ট্রধর্ম ইসলামের বিরুদ্ধে রিট করার প্রতিবাদে গতকাল এক বিবৃতিতে বলেন, রাষ্ট্রধর্ম ইসলাম দেশের ৯২ শতাংশ জনগণের ঈমান, আক্বিদা বিশ্বাস ও অনুভূতির সাথে সম্পৃক্ত। তাই দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের অনুভূতি ও বিশ্বাসের প্রতি সম্মান ও শ্রদ্ধা দেখিয়ে বাংলাদেশের সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম রাখা হয়েছে। যা এদেশের জাতিসত্তার পরিচয় বহন করে। সুতরাং যারা সংখ্যাগরিষ্ঠ জনগণের অনুভূতি বুঝতে সক্ষম নয়, যারা রাষ্ট্রীয়ভাবে মুসলিম পরিচিতি বাদ দিতে চায়, যারা মুসলিম জাতিসত্তা মুছে দিতে চায় তারাই কেবল রাষ্ট্রধর্ম ইসলামের বিরুদ্ধে কথা বলতে পারে।

তারা আরো বলেন, দায়িত্বশীল জায়গা থেকে সংখ্যাগরিষ্ঠ জনগণের বিরুদ্ধে এমন অসাংবিধানিক বক্তব্য মানায় না। কেউ ইচ্ছা করলেই সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দিতে পারবে না বলেও এসময় তিনি মন্তব্য করেন। কারণ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১১ সালের সংবিধানের পঞ্চদশ সংশোধনী পাস করান। এতে কয়েকটি অনুচ্ছেদকে সংবিধানের মৌলিক কাঠামো হিসবে নির্ধারণ করা হয়। এই মৌলিক কাঠামো কারো পক্ষেই সংশোধন করা সম্ভব নয় বলেও তিনি বলেন।

তিনি আরো বলেন, বর্তমান সংবিধান অনুযায়ী রাষ্ট্রধর্ম ইসলাম হচ্ছে সংবিধানের প্রথম ভাগের অংশ (২ক)। আর সংবিধানের প্রথম ভাগ হলো সংশোধন অযোগ্য। সুতরাং কোনো দল বা গোষ্ঠী, এমনকি জাতীয় সংসদ চাইলেও সংবিধানের মৌলিক কাঠামো সংশোধন করতে পারবে না। কেউ যদি মৌলিক কাঠামো পরিবর্তন করে, তাহলে তা শাস্তিযোগ্য অপরাধ বলে বিবেচিত হবে।

তারা আরো বলেন, যারা বার বার রাষ্ট্রধর্ম তুলে দেয়ার চেষ্টা করছেন, তাদের উচিত হবে সংবিধান ভালো করে পড়ে নেয়া অথবা প্রধানমন্ত্রীর কাছ থেকে ব্যাপারটি বুঝে নেয়া।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (9)
শেখ আমিরুল ইসলাম ২১ ফেব্রুয়ারি, ২০২২, ২:১৯ এএম says : 0
সহমত জানাচ্ছি
Total Reply(0)
Md Saif Khan ২১ ফেব্রুয়ারি, ২০২২, ২:২০ এএম says : 0
রাষ্ট্র ধর্ম ইসলাম ছিল এবং থাকবে ইনশাল্লাহ কিছু জালিম মুসলমানের সন্তান হয়েও ইসলাম বিরোধী কথা বলে তাদের আইডল হচ্ছে ফেরাউন
Total Reply(0)
Arif Billah ২১ ফেব্রুয়ারি, ২০২২, ২:২০ এএম says : 0
থাকতেই হবে এই নিয়ে কোন আপোষ চলবে না। বিষয় টা ক্লিয়ার করার জন্য ধন্যবাদ
Total Reply(0)
Firuz Talukdar ২১ ফেব্রুয়ারি, ২০২২, ২:২১ এএম says : 0
ইসলাম ধর্ম কারও বাপ দাদার মৌরসি সত্য নয় যে যখন তখন কাটবে আর বাদ দিবে,থাকবে না বাদ দেবে এটি ঠিক করবে এই দেশের জনগণ এই দেশের আলিম উলামা গন।
Total Reply(0)
Sk Tayef ২১ ফেব্রুয়ারি, ২০২২, ২:২১ এএম says : 0
ধর্ম নিরপেক্ষবাদের নমুনা আমরা ভারতে দেখেছি। অপরাধকারী ও ষড়যন্ত্রকারী কিন্তু আইন ও সংবিধান পড়ে অপরাধ ও ষড়যন্ত্র করে না।
Total Reply(0)
MD Saleh ২১ ফেব্রুয়ারি, ২০২২, ২:২১ এএম says : 0
এটাকে নিয়ে কোনো রাজনীতি না মাশাল্লাহ।
Total Reply(0)
عمر فاروق ২১ ফেব্রুয়ারি, ২০২২, ৬:২৯ এএম says : 0
জীবন দিয়ে হলেও সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম রক্ষা করা হবে ,ইনশাআল্লাহ।
Total Reply(0)
md unus uzzaman ২১ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০৫ পিএম says : 0
জীবন দিয়ে হলেও সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম রক্ষা করা হবে ,ইনশাআল্লাহ।
Total Reply(0)
jack ali ২১ ফেব্রুয়ারি, ২০২২, ১২:২৭ পিএম says : 0
আমার কাছে অবাক লাগে যে মানুষের মগজ এখন পৃথিবীর সব থেকে নিকৃষ্ট জঞ্জাল থেকেও নিকৃষ্ট হয়ে গেছে ইসলাম রাষ্ট্রধর্ম কিন্তু ফেরার দেশে চালু হয় আশ্চর্য ব্যাপার
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন