নাইজেরিয়া সেনাবাহিনীর চালানো বিমান হামলায় প্রতিবেশী দেশ নাইজারের ৭ শিশু নিহত হয়েছে। আহত হয়েছে আরও পাঁচ জন। খবর বিবিসি।
ডাকাত ও অপহরণকারী দলের ওপর হামলা চালাতে গিয়ে ভুল করে নাইজেরিয়ান আর্মি, আর তাতেই দুর্ঘটনাবশত এই শিশুরা মারা যায় বলে দাবি করেছেন নাইজারের মারাডি অঞ্চলের গর্ভনর।
গভর্নর চাইবৌ আবুবাকার জানিয়েছেন, এই হামলায় ঘটনাস্থলেই চার শিুশ মারা যায়। বাকি তিনজন মারা গেছে হাসপাতালে। ঘটনার কারণ জানতে এরইমধ্যে তদন্ত শুরু করার কথা জানিয়েছে নাইজেরিয়া কর্তৃপক্ষ।
নাইজার ও নাইজেরিয়া ডাকাত ও অপহরণকারীদের নির্মূল করতে ওই এলাকায় যৌথ অভিযান চালাচ্ছে। ২০১৮ সাল থেকেই দুই দেশের সীমান্তবর্তী এলাকায় সেনা টহল বাড়ানো হয়েছে। সূত্র : বিবিসি
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন