শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

মহাকাশ প্রযুক্তির কেন্দ্রবিন্দু হওয়ার পরিকল্পনা চীনের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০৫ এএম

২০২৫ সালের মধ্যে মহাকাশ প্রযুক্তি বিকাশের জন্য একটি উদ্ভাবন কেন্দ্রে পরিণত হতে চায় চীনের সমৃদ্ধশালী শহর সাংহাই। সেখানের স্থানীয় সরকার এ ঘোষণা দিয়েছে। রোববার রাশিয়ান সংবাদমাধ্যম আরটির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। জানা গেছে, সাংহাই এরই মধ্যে চীনের শিল্প ও বাণিজ্যিক কেন্দ্রে পরিণত হয়েছে। আগামীতে শহরটি কম খরচে বাণিজ্যিক স্যাটেলাইট উৎক্ষেপণ ও রকেটের জন্য লাইনের ব্যবস্থা করতে চায়। এমন রকেট যেগুলো উৎক্ষেপণসহ ভার্টিক্যালি অবতরণ করতে সক্ষম হবে। সাংহাই সরকারের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে। এদিকে ২০৩০ সালের মধ্যে চীন বিশ্বের প্রধান মহাকাশ শক্তি হওয়া চেষ্টা করছে। এজন্য চাঁদ, মঙ্গল ও একটি গ্রহাণু থেকে নমুনা সংগ্রহের পরিকল্পনাসহ একটি ধূমকেতুর মিলনস্থল ও বৃহস্পতিগ্রহে মিশন সমাপ্ত করতে চায় দেশটি। গত বছর শেনজেনের প্রযুক্তি শহর স্যাটেলাইট ও সংশ্লিষ্ট শিল্পগুলো বিকাশের সঙ্গে সম্পর্কিত প্রতিটি প্রকল্পের জন্য প্রায় পাঁচ কোটি ডলারের প্রস্তাব দিয়েছে। তাছাড়া চীনের দক্ষিণাঞ্চলীয় হাইনান প্রদেশে একটি নতুন বাণিজ্যিক মহাকাশ বন্দর তৈরির পরিকল্পনা করা হয়েছে ও দেশটির পঞ্চম রকেট উৎক্ষেপণ সাইট ঝেজিয়াং প্রদেশে নির্মাণ করা হচ্ছে। আরটি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন