বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

হেলিকপ্টারে হামলাকালে পুলিশের গুলিতে ১০ ডাকাত নিহত

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২২ ফেব্রুয়ারি, ২০২২, ১২:১৭ পিএম

দক্ষিণ আফ্রিকায় গাড়ি থেকে নগদ অর্থ কেড়ে নেওয়ার চেষ্টাকালে পুলিশের সঙ্গে গোলাগুলিতে ১০ ডাকাত নিহত হয়েছেন। গতকাল সোমবার দেশটি কর্তৃপক্ষ এমনটি জানায়।

দক্ষিণ আফ্রিকার পুলিশ বিভাগের মন্ত্রী ভেকি সেলে এর আগে জানিয়েছিলেন, অর্থ বহনকারী গাড়ি থেকে নগদ অর্থ কেড়ে নেওয়ার চেষ্টাকালে সন্দেহভাজন আটজন পুলিশের গুলিতে নিহত হয়েছেন।

তবে দেশটির স্বাধীন পুলিশ তদন্ত অধিদপ্তরের মুখপাত্র গ্রেস লাঙ্গা বলেন, নিহতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, গোপন তথ্যের ভিত্তিতে দক্ষিণ জোহানেসবার্গের রোসেটেনভিলের শহরতলিতে একটি পরিকল্পিত ডাকাতি প্রতিরোধ করতে হেলিকপ্টার মোতায়েন করে পুলিশ। ডাকাতেরা হেলিকপ্টার লক্ষ্য করে গুলি চালালে পুলিশও সন্দেহভাজনদের লক্ষ্য করে পাল্টা গুলি চালায়।
ভেকি সেলে সাংবাদিকদের বলেন, অতর্কিতভাবে তারা হেলিকপ্টারে হামলা চালায়। তারা পাইলটকে গুলি করে।

দক্ষিণ আফ্রিকার পুলিশ বিভাগের মন্ত্রী জানান, দক্ষিণ-পূর্ব কোয়াজুলু-নাটাল প্রদেশের পাশাপাশি প্রতিবেশী জিম্বাবুয়ে ও বতসোয়ানা থেকে আসা ২৫ সদস্যের একটি ডাকাত দল অর্থ কেড়ে নেওয়ার চেষ্টা করে। এছাড়া জীবিত অবস্থায় আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। সূত্র : এএফপি

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন